ইংলিশ প্রিমিয়ার লিগ
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের জালে পাঁচ গোল দিয়ে লিগ টেবিলে ৮ পয়েন্টে এগিয়ে গেল আর্না স্লটের দল।
Published : 30 Dec 2024, 01:13 AM
গোটা ম্যাচে আক্রমণের জোয়ার বইয়ে দিল লিভারপুল। তাতে ভেসে গেল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। বিশাল জয়ে বছর শেষ করার পাশাপাশি লিগ টেবিলে ৮ পয়েন্টে এগিয়ে গেল আর্না স্লটের দল।
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৫-০ গোলে জিতেছে লিভারপুল।
লুইস দিয়াস দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান কোডি হাকপো ও মোহামেদ সালাহ। দ্বিতীয়ার্ধে জালের দেখা পান ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও বদলি নামা দিয়োগো জটা।
একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন দারুণ ছন্দে থাকা সালাহ।
পুরো ম্যাচে প্রায় ৫৫ শতাংশ পজেশন ধরে রেখে গোলের জন্য ২২ শট নিয়ে ১৩টি লক্ষ্যে রাখে লিভারপুল। বিপরীতে ওয়েস্ট হ্যামের সাত শটের একটিও লক্ষ্যে ছিল না।
১৮ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৪৫। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নটিংহ্যাম ফরেস্ট।
লিভারপুলের সমান ১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল তিনে ও ৩৫ পয়েন্ট নিয়ে চেলসি চারে আছে। ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পাঁচে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।
ষষ্ঠ মিনিটে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ওয়েস্ট হ্যাম। কিন্তু জ্যারড বোয়েনের পাসে বক্সে ঠিকমতো শট নিতে পারেননি ব্রাজিলিয়ান উইঙ্গার লুকাস পাকেতা।
পরের মিনিটে সুবর্ণ সুযোগ পেয়ে যায় লিভারপুল। হাকপোর চমৎকার থ্রু বলে কাছ থেকে সালাহর প্রচেষ্টা ব্যর্থ করে দেন গোলরক্ষক আলফুঁস আরিওলা। ষোড়শ মিনিটে সালাহর পাসে কার্টিস জোন্সের শটও ঠেকান তিনি।
২৩তম মিনিটে আরেকটি সুযোগ তৈরি করে লিভারপুল। এবার দিয়াসের শট দারুণ দক্ষতায় ক্রসবারের ওপর দিয়ে পাঠান আরিওলা। ৩০তম মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেননি তিনি। বক্সে আলগা বল পেয়ে জোরাল শটে লক্ষ্যভেদ করেন কলম্বিয়ার ফরোয়ার্ড দিয়াস।
৩৮তম মিনিটে সমতায় ফিরতে পারত ওয়েস্ট হ্যাম। বক্সের বাইরে থেকে মোহামেদ কুদুসের নিচু শট গোলরক্ষক আলিসনকে পরাস্ত করলেও বল পোস্টে লাগে।
উল্টো দুই মিনিট পর আরেকটি গোল হজম করে স্বাগতিকরা। বক্সে সালাহর দারুণ নৈপুণ্যের পর প্রতিপক্ষের পা ছুঁয়ে বল পেয়ে জালে পাঠান ডাচ ফরোয়ার্ড হাকপো।
৪৪তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সালাহ। জোন্সের পাস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন মিশরীয় ফরোয়ার্ড।
এবারের প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোরার সালাহর গোল হলো ১৮ ম্যাচে ১৭টি।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়তে পারত আরও। আলেক্সিস মাক আলিস্তেরের থ্রু বলে ওয়ান-অন-ওয়ানে সালাহর শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন আরিওলা।
৫৩তম মিনিটে দারুণ গোলে ব্যবধান বাড়ান অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। ৩০ গজ দূর থেকে ডান পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন এই ডিফেন্ডার, নড়ার সুযোগ পাননি গোলরক্ষক।
মাঝে লিভারপুল কয়েকটি সুযোগ হারানোর পর ৮৪তম মিনিটে দলের পঞ্চম গোল করেন জটা। সালাহর পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান দ্বিতীয়ার্ধে হাকপোর বদলি নামা এই পর্তুগিজ ফরোয়ার্ড।
লিগে সবশেষ চার অ্যাওয়ে ম্যাচে লিভারপুলের গোল হলো ১৬টি।
নতুন বছরে প্রথম ম্যাচে আগামী ৫ জানুয়ারি ঘরের মাঠে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে স্লটের দল।