জার্মান ফুটবল
বায়ার্ন মিউনিখের পরের ম্যাচে ইংলিশ স্ট্রাইকারের খেলার তেমন সম্ভাবনা নেই।
Published : 19 Feb 2025, 08:21 PM
সেল্টিকের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে যখন হ্যারি কেইন আর মাঠে নামলেন না, তখনই শঙ্কাটা জাগে। পরদিন সত্যি হলো সেটাই। পায়ের পেশির চোটে ভুগছেন বায়ার্ন মিউনিখ তারকা।
আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই চোট পান কেইন। গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতির পর তাকে আর মাঠে নামাননি কোচ ভিনসেন্ট কোম্পানি। বদলি নামান কিংসলে কোমানকে।
পরে প্লে-অফের ফিরতি লেগের ম্যাচটি ১-১ ড্র করে, দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রামিতায় শেষ ষোলোয় ওঠে বায়ার্ন। পরদিন ক্লাবের বিবৃতিতে কেইনের পায়ের পেশির চোটের কথা জানানো হয়।
চোটটি হয়তো খুব গুরুতর নয়। তবে দলের পরের ম্যাচে তার খেলার সম্ভাবনা কম। ম্যাচের পর কেইন নিজেও তাই বলেন।
“(বুন্ডেসলিগায়) আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে রোববার খেলতে পারব কিনা, আমি নিশ্চিত নই।”
ইউরোপ সেরার প্রতিযোগিতায় শেষ ষোলোর টিকেট নিশ্চিত করা বায়ার্ন ঘরোয়া লিগে ভালো অবস্থায় আছে। শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ৮ পয়েন্টে এগিয়ে শীর্ষে তারা।