ইংলিশ ফুটবল
ক্লাবটির সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন মিশরের এই স্ট্রাইকার।
Published : 11 Apr 2025, 02:09 PM
অনেক আলোচনা আর জল্পনা-কল্পনার পর অবশেষে মোহামেদ সালাহর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। তার সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছে লিভারপুল।
মিশরের এই স্ট্রাইকারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।
লিভারপুলের সঙ্গে সালাহর পূর্বের চুক্তির মেয়াদ ছিল চলতি মৌসুম পর্যন্ত। ফলে আসছে গ্রীষ্মে তার ঠিকানা বদলের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছিল। চুক্তির শেষ মৌসুমের শেষভাগে এসেও ক্লাবের পক্ষ থেকে কোনো প্রস্তাব না পাওয়ায়, গত বছরের শেষদিকে এবং এই বছরের শুরুর দিকে প্রকাশ্যে অসন্তোষও প্রকাশ করেছিলেন সালাহ।
সৌদি আরবের কোনো ক্লাবে তার চলে যাওয়ার গুঞ্জনও ক্রমেই বাড়ছিল। তবে, এই ঘোষণায় সেসব মিথ্যে হয়ে গেল।
২০১৭ সালে রোমা থেকে অ্যানফিল্ডে পাড়ি দেওয়ার পর, অল্প সময়ে লিভারপুলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠা সালাহ এখানে দারুণ সব সাফল্য পেয়েছেন। ক্লাবটির তিন দশকের অপেক্ষা ঘুচিয়ে প্রিমিয়ার লিগ জয়, ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি উঁচিয়ে ধরাসহ অনেক সাফল্যে তিনি বড় অবদান রেখেছেন।
এখন পর্যন্ত ক্লাবটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯৩ ম্যাচ খেলে ২৪৩ গোল করার পাশাপাশি ১০৯টি অ্যাসিস্ট করেছেন সালাহ। তার সামনে এখন সুযোগ এই অধ্যায়কে আরও সমৃদ্ধ করে তোলার।
চুক্তি সেরে ৩২ বছর বয়সী ফরোয়ার্ডও দিলেন লিভারপুলকে আরও ট্রফি জেতানোর প্রতিশ্রুতি।
“অবশ্যই আমি খুবই রোমাঞ্চিত-এখন আমাদের দারুণ একটা দল আছে। আগেও আমাদের দলটা দারুণ ছিল। আমি মনে করি, আমাদের সামনে আরও ট্রফি জয়ের সম্ভাবনা আছে এবং এখানে আমি আমার ফুটবল উপভোগ করতে পারব, এজন্যই আমি (নতুন) চুক্তি করেছি।”
“এখানে আমি আটটি বছর খেলেছি। আশা করি, সংখ্যাটা ১০ হবে। এখানে আমি আমার জীবন, আমার ফুটবল উপভোগ করছি। আমার ক্যারিয়ারের সেরা সময় আমি এখানে পেয়েছি।”
চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছেন সালাহ। এবারের প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছে লিভারপুল, দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে তারা।
দলের এই যাত্রায় সবচেয়ে বড় অবদান সালাহর, প্রিমিয়ার লিগের চলতি আসরে সর্বোচ্চ ২৭ গোল করেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে তার গোল ৩২টি।
চলতি মৌসুম শেষে লিভারপুলের আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এর মধ্যে ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের সঙ্গে ক্লাবের আলোচনা চলছে বলে গণমাধ্যমে খবর আছে। তবে আরেক ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে নিয়ে তেমন কোনো সম্ভাবনার খবর আপাতত নেই; তার প্রতি রেয়াল মাদ্রিদের আগ্রহের কথা শোনা যাচ্ছে।