কয়েক ঘণ্টার ব্যবধানে দুজনকে খেলোয়াড়কে দলে টানার ঘোষণা দিল বার্সেলোনা। ফঁক কেসিয়ের পর এবার চেলসি থেকে ফ্রি ট্রান্সফারেই ডেনমার্কের ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে দলে নিল কাতালান ক্লাবটি।
Published : 04 Jul 2022, 09:21 PM
ক্লাবের ওয়েবসাইটে সোমবার বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা। ২৬ বছর বয়সী এই সেন্টাক-ব্যাক চার বছরের চুক্তি করবেন। তার বাই আউট ক্লজ ধরা হবে ৫০ কোটি ইউরো।
গত মাসে চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ক্রিস্টেনসেনের।
চেলসির বয়সভিত্তিক দলে খেলার পর মূল দলে ২০১৪ সালে অভিষেক হয় ক্রিস্টেনসেনের। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ম্যাচ খেলেছেন ১৬১টি । জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ আরও কয়েকটি শিরোপা।
মাঝে ২০১৫ থেকে ২০১৭ সাল ধারে জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখে খেলেন ২০১৮ বিশ্বকাপে ডেনমার্ক দলের সদস্য ক্রিস্টেনসেন।
ক্রিস্টেনসেনের আগে এদিনই কোত দি ভোয়ার মিডফিল্ডার কেসিয়ের সঙ্গে চুক্তির ঘোষণা দেয় বার্সেলোনা। এসি মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে যোগ দেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।