বুন্ডেসলিগা
অবনমনের শঙ্কায় থাকা দল সেন্ট পাউলি শেষ মুহূর্তে ব্যবধান আরও কমালেও, লড়াইয়ে নতুন মোড় দেওয়ার সময় পায়নি।
Published : 29 Mar 2025, 10:38 PM
আগের দিন শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমিয়েছিল বায়ার লেভারকুজেন। সেন্ট পাউলিকে হারিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই আবার ৬ পয়েন্টে এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার বুন্ডেসলিগার ম্যাচে ৩-২ গোলে জিতেছে স্বাগতিকরা।
২৭ ম্যাচে ২০ জয় ও ৫ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। শুক্রবার বোহমকে ৩-১ গোলে হারানো লেভারকুজেন ৫৯ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।
প্রায় ৬৫ শতাংশের বেশি সময় পজেশন ধরে রেখে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে বায়ার্ন। গোলের দেখা পেতেও দেরি হয়নি তাদের। সপ্তদশ মিনিটে ওলিসের পাস পেয়ে দলকে এগিয়ে নেন হ্যারি কেইন।
গত মৌসুমে বায়ার্নে যোগ দিয়ে বুন্ডেসলিগার অভিষেক আসরেই সর্বোচ্চ গোল করা এই ইংলিশ স্ট্রাইকার এবারও আছেন তালিকার শীর্ষে; এই নিয়ে লিগে ২২ গোল করলেন তিনি।
ওই ব্যবধান অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বায়ার্ন। ২৭তম মিনিটে তিউনিসিয়ার ফরোয়ার্ড ইলিয়াস সাদের গোলে সমতায় থেকে বিরতিতে যায় সফরকারীরা।
তবে দ্বিতীয়ার্ধে আর কোনো ঝলক দেখাতে পারেনি পয়েন্ট তালিকার নিচের দিকের দলটি। ৫৩ ও ৭১তম মিনিটে জালে বল জড়িয়ে বায়ার্নকে জয়ের পথে এগিয়ে নেন জার্মান ফরোয়ার্ড সানে।
যোগ করা সময়ের শেষ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ গোলে ব্যবধান কমান জার্মান ডিফেন্ডার রিৎসকা। কিন্তু লড়াইকে নতুন মোড় দেওয়ার যথেষ্ট সময় আর তাদের ছিল না।