চ্যাম্পিয়ন্স লিগ
আর্সেনালকে ফেভারিট মনে করলেও রেয়াল মাদ্রিদের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সাবেক ডিফেন্ডার ফিলিপ সেন্দেরস।
Published : 15 Apr 2025, 06:58 PM
২০০৬ সালে, ২১ বছর বয়সে আর্সেনালের হয়ে রেয়াল মাদ্রিদের বিপক্ষে রক্ষণ সামাল দিয়েছিলেন ফিলিপ সেন্দেরস। থিয়েরি অঁরির গোলে ইউরোপের সফলতম দলকে বিদায় করে জায়গা করে নিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। রেয়ালকে ফের হারিয়ে লম্বা সময় পর শেষ চারে জায়গা করে নেওয়ার সম্ভাবনা আর্সেনালের সামনে। সাবেক দলকে ফেভারিট মনে করলেও রেয়ালের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সেন্দেরস।
শেকড় স্পেনে, বাবা হুলিয়ান সেন্দেরস রেয়াল মাদ্রিদের পাড় ভক্ত। কাজিনরা এখনও রেয়াল মাদ্রিদের সদস্য। ফিলিপ সেন্দেরস বড় হয়েছেন সান্তিয়াগো বের্নাবেউয়ের রহস্যময়তা আর এই মাঠে ইউরোপীয় ফুটবলের জাদুকরী গল্প শুনে। তবে ২১ বছর বয়সে এই মাঠেই স্বাগতিকদের হৃদয় ভেঙে দিয়েছিলেন তিনি। আর্সেনালের জাল অক্ষত রেখে শেষ চারে থামিয়েছিলেন রেয়ালের যাত্রা।
খেলোয়াড়ি জীবন শেষে সুইজারল্যান্ডের ৪০ বছর বয়সী ডিফেন্ডার জড়িয়ে আছেন ফুটবলের সঙ্গেই। স্প্যানিশ ফুটবল ফেডারেশন থেকে ক্রীড়া পরিচালকের কোর্স করেছেন সেন্দেরস। ‘এ’ কোচিং লাইসেন্সও আছে তার। এখন কাজ করছেন ফিফা ডেভেলপমেন্ট কর্মসূচিতে আর্সেন ভেঙ্গার সঙ্গে।
স্পেনের ক্রীড়া পত্রিকা এএসের সঙ্গে আলাপচারিতায় সেন্দেরস ফিরে গেলেন ১৯ বছর আগের সেই জাদুকরী রাতে।
“(বের্নাবেউয়ে খেলার) সেই অভিজ্ঞতা অবিস্মরণীয়, আমার স্বপ্ন পূরণ হয়েছিল। আমি এত স্নায়ুচাপে ভুগছিলাম এবং উদ্বিগ্ন ছিলাম যে, রেফারি বাঁশি বাজানোর আগেই অস্বস্তি লাগছিল। আবহ ছিল অবিশ্বাস্য। এই মুহূর্তের জন্য আমি সারা জীবন অপেক্ষায় ছিলাম।”
“অবিশ্বাস্য এক মুহূর্ত ছিল সেটি। আমার পুরো পরিবার ছিল গ্যালারিতে, আমি ছিলাম মাঠে। যেমনটা আমি অনেকবার কল্পনায় দেখেছিলাম। (থিয়েরি) অঁরি গোল করল আমরা প্রথম ইংলিশ দল হিসেবে বের্নাবেউয়ে জিতলাম।”
গত সপ্তাহে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে ৩-০ গোলে হারায় এবার জাদুকরী কিছু করতে হবে রেয়ালের। কার্লো আনচেলত্তির দল সেটা পারবে কিনা, সময়ই বলে দেবে। তবে দলটির মাঝে সেই সামর্থ্য দেখেন সেন্দেরস।
“মাদ্রিদ অসাধারণ এক দল, চ্যাম্পিয়নদের দিয়ে পরিপূর্ণ এবং ইতিহাসের দিক থেকে অতুলনীয়। ফল তাদের প্রতিকূলে। তবে আমি মনে করি, যদি (প্রতিপক্ষকে) অনেক বেশি ক্ষতি করতে পারে তাহলে তারা সফল হতেও পারে।”
“ঘুরে দাড়ানো কঠিন হতে পারে। তবে মাদ্রিদের তারকাদের দিয়ে যে কোনো কিছুই সম্ভব। আমরা জানি, যতক্ষণ পর্যন্ত সামনে এগোনোর সুযোগ আছে নিজেদের স্টেডিয়ামে, তারা এবং ভক্তরা হাল ছাড়বে না। ভক্তরা খেলোয়াড়দের পেছনে থাকবে এবং প্রথম গোল পরিস্থিতি পাল্টে দিতে পারে। এটা তারা করতে পারে।”
আর্সেনালের বিপক্ষে ইউরোপ সেরার মঞ্চে এখনও জয়শূন্য রেয়াল। ইতিহাস বিপক্ষে থাকলেও স্প্যানিশ চ্যাম্পিয়নদের আশাবাদী হওয়ার সুযোগ দেখছেন সেন্দেরস।
“মাদ্রিদের ব্যাপারে অনুমান ও যুক্তি খাটে না। এটা পরিষ্কার যে এগিয়ে যাওয়ার জন্য আর্সেনাল ফেভারিট। এবং যদি তারা বের্নাবেউয়ে গোল করতে পারে, তাহলে (সেমি-ফাইনালের) আরও কাছাকাছি চলে যাবে। তবে যে কোনো কিছুই হতে পারে।”
“অনুকূল ফলের পরও বের্নাবেউয়ে নিশ্চিতভাবেই কিছুটা চাপ অনুভব করবে আর্সেনাল। তবে তারা খুব ভালোভাবে প্রশিক্ষিত একটি দল। কোনো দল যদি এই ধরনের স্কোরলাইন থেকে ঘুরে দাঁড়াতে পারে, সেটা ঘরের মাঠের রেয়াল মাদ্রিদ।”