ফেডারেশন কাপ
অতিরিক্ত সময়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় খেলা বন্ধ থাকার পর আবার শুরু হতেই জয়সূচক গোলের দেখা পেয়ে যায় কিংস।
Published : 15 Apr 2025, 06:10 PM
বসুন্ধরা কিংসের চোখে চোখ রেখে লড়াই করল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। প্রতিপক্ষকে তাদের মাঠেই চমকে দিয়ে এগিয়েও গেল তারা। এরপর, যেন আড়মোড়া ভেঙে জেগে উঠল কিংস, পাল্টা জবাবও দিল দ্রুত। অতিরিক্ত সময়ের আরেক গোলে ফেডারেশন কাপের ফাইনালের টিকেট কাটল ভ্যালেরি তিতের দলের।
বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার ফাইনালে ওঠার দ্বিতীয় কোয়ালিফায়ারে ২-১ গোলে জিতেছে কিংস। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর, অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন কিংসের বদলি ডিফেন্ডার ইনসান হোসেন।
১০৭ মিনিটের পর অনাকাঙ্ক্ষিত কাণ্ডে খেলা বন্ধ থাকে মিনিট চারেক। রহমতগঞ্জের তাজ উদ্দিন ফাউল করেন তাঁরই বড় ভাই বসুন্ধরা কিংসের সাদ উদ্দিনকে। এই ফাউল ঘিরে দুই পক্ষের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা, লেগে যায় হাতাহাতি। রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর খেলা শুরু হতেই জয়সূচক গোলের দেখা পেয়ে যায় কিংস।
১০৭ মিনিটে অনাকাঙ্ক্ষিত কাণ্ডে খেলা বন্ধ থাকে মিনিট চার। রহমতগঞ্জের তাজ উদ্দিন ফাউল করেন তাঁরই বড় ভাই বসুন্ধরা কিংসের সাদ উদ্দিনকে। এই ফাউল ঘিরে দুই পক্ষের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা, লেগে যায় হাতাহাতি। রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর খেলা শুরু হলে কিংস পায় জয়সূচক গোলের দেখা।
আগামী ২২ এপ্রিল ফাইনালে প্রতিযোগিতার রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনীর মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন কিংস। প্রথম কোয়ালিফায়ারে আবাহনীর কাছেই হেরেছিল তারা।
আগের দুই ম্যাচে পরাজিত কিংসের এদিন শুরুটা ছিল সাদামাটা। রক্ষণ জমাট রাখার দিকে মনোযোগ ছিল রহমতগঞ্জের।
অষ্টম মিনিটে স্যামুয়েল বোয়াটেং অফসাইডের ফাঁদ ভেঙে চিপ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে দিয়েছিলেন, হেডে কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন এক ডিফেন্ডার।
একটু পর পুরান ঢাকার দলটির হতাশা বাড়ে। বক্সের একটু বাইরে থেকে দেখেশুনে মিশরীয় মিডফিল্ডার মোস্তফা আব্দেলখালেক দূরপাল্লার শট নিয়েছিলেন। বল গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের গ্লাভস ছুঁয়ে পোস্ট কাঁপায়।
অবশেষ ৭৫তম মিনিটে খোলে ম্যাচের ডেডলক। বক্সের ভেতর থেকে নাবিব নেওয়াজ জীবনের কাটব্যাক তপু বর্মনের পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যায় সলোমন কিংয়ের পায়ে। এক পায়ে রিসিভ করে অন্য পায়ে নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন এই গাম্বিয়ান ফরোয়ার্ড। ২০২১-২২ মৌসুমের পর আবার ফাইনাল খেলার সম্ভাবনা জাগে রহমতগঞ্জের।
ছয় মিনিট পরই সমতার স্বস্তি ফেরে কিংসের তাঁবুতে। সাদউদ্দিনের লম্বা ক্রসে গোলমুখ থেকে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন রাকিব। গোলকিপার আহসান আহমেদ বিপু কিছুই করতে পারেননি।
১১২তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করে কিংস। ডান দিক থেকে আসা ক্রস গোলমুখ থেকে হেডে জালে জড়িয়ে দেন ইনসান। পাগলাটে উদযাপন করতে জার্সি খুলে হলুদ কার্ড দেখেন বদলি নামা এই ডিফেন্ডার।