স্প্যানিশ ফুটবল
২০ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ড নিয়ে এমন উচ্চাশা ইতালিয়ান কিংবদন্তি ফ্রান্সেসকো তত্তির।
Published : 16 Apr 2025, 05:46 PM
রেয়াল মাদ্রিদের যুব দলে বেড়ে ওঠা, ‘বি’ ও মূল দলে কিছুটা সময় কাটানো নিকো পাসকে নিয়ে নিজের মুগ্ধতা জানালেন ফ্রান্সেসকো তত্তি। এই ইতালিয়ান কিংবদন্তির বিশ্বাস, পাস একদিন রেয়ালে তার চেনা আঙিনায় ফিরবে এবং বিশ্ব সেরাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করবে নিজেকে।
পাসকে গত বছর ধারে সেরি আ’র দল কোমোতে পাঠায় রেয়াল। তবে চুক্তি অনুযায়ী আগামী গ্রীষ্মে ৮০ লাখ ইউরোতে ২০ বছর বয়সী স্পেনে জন্ম নেওয়া এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে টেনে নেওয়ার পথ খোলা আছে মাদ্রিদের দলটির সামনে।
যদি আগামী গ্রীষ্মে পাসকে রেয়াল ফিরিয়ে না নেয়, তাহলেও পরবর্তী সময়ে তাদের সামনে সুযোগ থাকবে তাকে দলে ভেড়ানোর। সেক্ষেত্রে প্রতি বছর আর্থিক অঙ্ক বাড়বে আরও দশ লাখ ইউরো করে।
আসছে গ্রীষ্মে পাসের রেয়ালে ফেরা হবে কিনা, তা সময়ই বলে দেবে। তবে তত্তির বিশ্বাস, একদিন মাদ্রিদের দলটিতে ফিরবে এই ফরোয়ার্ড। ইতালিয়ান ফুটবল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এই কিংবদিন্ত আরও বলেছেন, নিকোর পক্ষে যে কোনো বাজি ধরতে তিনি প্রস্তুত।
“পাস মাদ্রিদে ফিরবে এবং বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হবে। আমি নিকো পাসের মতো তরুণ তারকার পক্ষে বাজি ধরব। আমি তাকে পছন্দ করি। সে খাঁটি, সৃষ্টিশীল এবং একই সাথে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর খেলোয়াড়।”
“তার বয়সের কারণে, আমার মনে হয়, রেয়াল সেরাটাই বেছে নিয়েছিল। তাকে কোমোতে খেলতে পাঠানো হয়েছে, যাতে সে অভিজ্ঞতা অর্জন করতে পারে, বিশেষ করে কালসিওতে, যেটা সহজ নয়।”
গত বছর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় পাসের। সেই ম্যাচে লিওনেল মেসির তিন গোলের একটিতে অবদান রাখেন তিনি। অনেকে তাকে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ভবিষ্যতের বড় তারকা হিসেবে দেখেন।