চ্যাম্পিয়ন্স লিগ
বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে দল হতাশার দিন কাটাতে পারে, ম্যাচের আগে মনে হচ্ছিল হান্সি ফ্লিকের।
Published : 16 Apr 2025, 03:43 PM
বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে বার্সেলোনার ব্যর্থতায় একদমই অবাক হননি হান্সি ফ্লিক। এমন কিছুর আঁচ আগেই পেয়েছিলেন কাতালান ক্লাবটির কোচ। ম্যাচে হারলেও খুশি তিনি, কারণ শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের টিকেট যে পেয়েছেন।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে মঙ্গলবার ৩-১ গোলে হেরে যায় বার্সেলোনা। ঘরের মাঠে ৪-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের অগ্রগামিতায় শেষ চারে উঠেছে তারা।
এদিন বার্সেলোনার আক্রমণভাগ ছিল একদমই ধারহীন। লামিনে ইয়ামাল, রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়ারা ছন্দ খুঁজে ফেরেন। প্রতিপক্ষের রক্ষণে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলেন তারা।
ম্যাচে স্প্যানিশ দলটির একমাত্র গোলটিও আসে প্রতিপক্ষের আত্মঘাতী থেকে। আর ডর্টমুন্ডের হয়ে হ্যাটট্রিক করেন গিনির ফরোয়ার্ড সেগু গিগাসি।
ম্যাচের পরিসংখ্যানেও ফুটে ওঠে বার্সেলোনার হতাশাময় দিনের প্রতিচ্ছবি। বল দখলে কিছুটা এগিয়ে থাকলেও গোলের জন্য কেবল সাত শট নিতে পারে তারা, যার মধ্যে লক্ষ্যে ছিল স্রেফ দুটি। আর স্বাগতিকরা গোলের জন্য ১৮টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে।
ডর্টমুন্ডের মাঠে এমন কিছু ঘটতে পারে, আগেই মনে হচ্ছিল ফ্লিকের। তবে শেষ পর্যন্ত পরের ধাপে যেতে পেরে খুশি তিনি।
“ডর্টমুন্ড খুব ভালো খেলেছে। দিনটি আমাদের ভালো কাটেনি। আমার মনে হচ্ছিল, আজ এমন কিছু হবে, কারণ এই স্টেডিয়ামের আবহ সম্পর্কে আমি ভালোভাবে জানি।”
“আমাদের পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি, কিন্তু ডর্টমুন্ড খুব ভালো খেলেছে। তবে আমার দলকে অভিনন্দন, আমরা সেমি-ফাইনালে উঠেছি। আমরা খুশি। আমি দল ও ক্লাবের জন্য খুব খুশি।”
সেমি-ফাইনালে ইন্টার মিলান কিংবা বায়ার্ন মিউনিখকে প্রতিপক্ষ হিসেবে পাবে বার্সেলোনা।