ইংলিশ ফুটবল
শিরোপাধারী লিভারপুল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে।
Published : 26 Sep 2024, 03:42 PM
লিগ কাপের শিরোপা পুনরুদ্ধারের অভিযানে এবার কিছুটা কঠিন প্রতিপক্ষ পেয়েছে ম্যানচেস্টার সিটি। টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডেই পেপ গুয়ার্দিওলার দল মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পারের।
প্রতিযোগিতাটির শিরোপাধারী এবং রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন লিভারপুল চতুর্থ রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে। ২০২২-২৩ আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড লড়াইয়ে নামবে লেস্টার সিটির বিপক্ষে। আর্সেনাল মুখোমুখি হবে প্রেস্টন নর্থ এন্ডের।
তৃতীয় রাউন্ডে ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারায় টুর্নামেন্টের আটবারের চ্যাম্পিয়ন সিটি। আর চারবার শিরোপাটি জেতা টটেনহ্যাম একই ব্যবধানে জেতে কভেন্ট্রির বিপক্ষে।
রেকর্ড দশবারের চ্যাম্পিয়ন্স লিভারপুল বুধবার রাতে ৫-১ গোলে উড়িয়ে দেয় ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে। একই ব্যবধানে বোল্টনকে হারায় আর্সেনাল। আর বার্ন্সলেকে গত সপ্তাহে গোলবন্যায় ভাসায় ম্যানচেস্টার ইউনাইটেড, জেতে ৭-০ গোলে।
শেষ ষোলোর লড়াইয়ে চেলসি খেলবে এএফসি উইম্বলডন কিংবা নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। আর অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। ব্রেন্টফোর্ড লড়বে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে এবং সাউথ্যাম্পটন মুখোমুখি হবে স্টোক সিটির।
উইম্বলডন ও নিউক্যাসলের তৃতীয় রাউন্ডের ম্যাচটি স্থগিত হয়ে যায় মাঠ ভেসে যাওয়ার কারণে। নতুন সূচিতে ম্যাচটি হবে আগামী ১ অক্টোবর।
চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে আগামী ২৮ অক্টোবর। প্রতিযোগিতাটির ফাইনাল মাঠে গড়াবে আগামী বছরের ১৬ মার্চ।