স্প্যানিশ ফুটবল
কিলিয়ান এমবাপের ব্যক্তিগত ও দলীয় লক্ষ্য পূরণে রেয়াল মাদ্রিদ সাহায্য করবে বলে মনে করেন দলটির মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা।
Published : 09 Jun 2024, 09:35 PM
রেয়াল মাদ্রিদে নাম লেখানো কিলিয়ান এমবাপের ক্যারিয়ারের জন্য সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন এদুয়ার্দো কামাভিঙ্গা। দলটির এই ফরাসি মিডফিল্ডারের মতে, তার জাতীয় দল সতীর্থের জন্য ইউরোপের সফলতম ক্লাবটিই সবচেয়ে উপযুক্ত।
এমবাপের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করার ঘোষণা এই মাসের শুরুতে দেয় রেয়াল। স্বদেশের ক্লাব পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে শৈশবের প্রিয় ক্লাবে পাড়ি জমাবেন বিশ্বকাপ জয়ী তারকা।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সামনে রেখে এই মুহূর্তে ফ্রান্স জাতীয় দলের সঙ্গে আছেন তিনি। ইউরোর পর এই ফরোয়ার্ডকে নিজেদের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে মাদ্রিদের দলটি। সম্প্রতি ফরাসি একটি টিভি শো-তে কামাভিঙ্গা বলেন, সান্তিয়াগো বের্নাবেউয়ে ব্যক্তিগত ও দলীয় লক্ষ্য পূরণ করতে পারবেন এমবাপে।
“এটি (রেয়ালে যোগ দেওয়া) কিলিয়ানের ক্যারিয়ারের যৌক্তিক সিদ্ধান্ত, পিএসজির পর রেয়াল মাদ্রিদ এমন একটি ক্লাব, যেটা তার প্রয়োজন ছিল। রেয়াল মাদ্রিদ এমন একটি ক্লাব, যা তাকে তার ব্যক্তিগত লক্ষ্য পূরণে সাহায্য করতে পারবে। দলীয় সাফল্যের ক্ষেত্রেও তাই, কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায়। তাই আমি মনে করি রেয়াল মাদ্রিদ তার জন্য সেরা ক্লাব।”
সাত বছরে পিএসজির হয়ে অনেক সাফল্য পেয়েছেন এমবাপে। প্যারিসের ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা তিনি। ঘরোয়া সব বড় ট্রফিই জিতেছেন একাধিকবার। তবে এখনও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পাননি, যেই ট্রফি এই মৌসুমেসহ রেকর্ড ১৫ বার জিতেছে রেয়াল।