স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে ভালেন্সিয়ার বিপক্ষে টাইব্রেকারে রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক গোলরক্ষক থিবো কোর্তোয়া। তিনি ঠেকিয়ে দেন হোসে গায়ার শট। এই সাফল্যের রহস্য ব্যাখ্যা করলেন বেলজিয়ান গোলরক্ষক। তার দাবি, স্প্যানিশ ডিফেন্ডার কোন দিকে শট করবেন, তা আগেই বুঝতে পেরেছিলেন তিনি।
সৌদি আরবের রিয়াদে বুধবার রাতের ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে ফাইনালে পা রাখে রিয়াল।
পেনাল্টি শুটআউটে ভালেন্সিয়ার পঞ্চম শটটি নিতে আসেন গায়া। ২৭ বছর বয়সী ফুটবলার বল মারেন মাঝ বরাবর। ডান দিকে ঝাঁপিয়ে পড়ার মুহূর্তে পা দিয়ে বল ঠেকিয়ে দেন কোর্তোয়া। নিশ্চিত হয়ে যায় রিয়ালের জয়।
ম্যাচ শেষে মুভিস্টার-এর সঙ্গে আলাপচারিতায় কোর্তোয়া বলেন, টাইব্রেকার নিয়ে গবেষণার ফল পেয়েছেন তিনি।
“একজন গোলরক্ষক হিসেবে অবশ্যই পেনাল্টি শুটআউট নিয়ে গবেষণা করতে হবে। গায়া সবশেষ মিস করেছিল সেভিয়ার বিপক্ষে বাম দিকে মেরে। আর সবশেষ গোল করেছিল বেতিসের বিপক্ষে মাঝখানে শট নিয়ে। তাই আমরা জানতাম, সেখানেই শট করবে সে।”
ফাইনালে বার্সেলোনা অথবা রিয়াল বেতিসের মুখোমুখি হবে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।