চ্যাম্পিয়ন্স লিগ
সান্তিয়াগো বের্নাবেউয়ে যাওয়ার আগে প্রথম লেগে খেলোয়াড়দের ‘স্মার্ট’ হওয়ার তাগিদ দিলেন ম্যানচেস্টার সিটির কোচ।
Published : 10 Feb 2025, 11:53 PM
কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়র, রদ্রিগোদের নিয়ে গড়া রেয়াল মাদ্রিদের আক্রমণভাগ পেপ গুয়ার্দিওলার চোখে অসাধারণ। তাদের আটকে রাখা প্রায় অসম্ভব বলে মনে করেন ম্যানচেস্টার সিটি কোচ। কিন্তু ম্যাচ জিততে হলে প্রতিপক্ষকে যতটা সম্ভব নিষ্ক্রিয় করে রাখতে তো হবে! চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে-অফের আগে গুয়ার্দিওলার ভাবনাও এখন সেটাই।
ভিনিসিউস, রদ্রিগো, জুড বেলিংহ্যামরা রেয়ালে আছেন আগে থেকে। এই মৌসুমে পিএসজি থেকে দলটিতে যোগ দেন এমবাপে। সান্তিয়াগো বের্নাবেউয়ে মানিয়ে নিতে কিছুটা সময় নিলেও এখন দারুণ ছন্দে আছেন বিশ্বকাপ জয়ী ফরাসি ফরোয়ার্ড।
প্লে-অফের প্রথম লেগে মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে রেয়ালের মুখোমুখি হবে সিটি। আগের দিন সংবাদ সম্মেলনে রেয়ালের ফরোয়ার্ডদের নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন গুয়ার্দিওলা।
“৯০ মিনিট, ১৮০ মিনিট, অথবা লড়াই যতদূরই যাক না কেন, তাদের আক্রমণভাগকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। সবাই জানে তারা অসাধারণ। আমাদের যতটা সম্ভব লড়াইয়ে তাদের সম্পৃক্ততা কমাতে হবে, এরপরও তাদেরও মুহূর্ত আসবে এবং আমাদের তা মেনে নিতে হবে। বের্নাবেউ ম্যাচের জন্য ভালো ফলাফল পেতে প্রথম লেগে আমাদের স্মার্ট হতে হবে এবং ছন্দ বুঝতে হবে।”
সিটি ও রেয়াল দুই দলই নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি শেষ ষোলোয় যেতে ব্যর্থ হয়েছে। এখন দুই লেগের প্লে-অফে জিতে শেষ ষোলোয় যেতে পারবে যেকোনো একটি দল।
ইউরোপ সেরার মঞ্চে গত তিন মৌসুমেই নকআউট পর্বে মুখোমুখি হয়েছে দল দুটি। গতবার কোয়ার্টার-ফাইনালে দুই লেগ মিলিয়ে ৪-৪ সমতার পর টাইব্রেকারে জিতে সেমি-ফাইনালে ওঠে রেয়াল। পরে তারা জিতে নেয় রেকর্ড ১৫তম ট্রফি।
আসছে ম্যাচে রক্ষণের চার মূল খেলোয়াড় দানি কারভাহাল, ডাভিড আলাবা, এদের মিলিতাও ও আন্টোনিও রুডিগারকে চোটের কারণে পাবে না রেয়াল। সিটিও মৌসুমের শুরু থেকে চোট সমস্যায় ভুগছে। তবে তাদের চেয়ে রেয়াল নিজেদের ভালোভাবে সামলে নিতে পেরেছে বলে মনে করেন গুয়ার্দিওলা।
“আমার মনে হয়, মৌসুমজুড়ে দুই দলই চোট সমস্যায় ভুগছে। তবে মাদ্রিদ আমাদের চেয়ে অনেক ভালোভাবে পরিস্থিতি সামলেছে, কারণ তারা এখনও লিগের শীর্ষে রয়েছে এবং আতলেতিকো মাদ্রিদের সঙ্গে লড়াই করছে। বিষয়টা আবারও পারফরম্যান্সে তাদের ধারাবাহিকতাই তুলে ধরে। তারা বড় প্রতিদ্বন্দ্বী, আমরা তা জানি।”
“আমরা অনেকবার তাদের মুখোমুখি হয়েছি। কঠিন মুহূর্তে তারা কীভাবে তাদের সেরাটা দেয়, আমরা জানি। অবশ্যই আমাদের দুটি ভালো ম্যাচ খেলতে হবে।”
গত চার মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটির এবার শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে, পঞ্চম স্থানে আছে তারা।
ডিফেন্ডার রুবেন দিয়াস বললেন, সিটিতে তার সবচেয়ে কঠিন মৌসুম এটিই। তবে এখনও তাদের ভালো কিছু অর্জনের সুযোগ আছে বলে মনে করেন তিনি।
“আমি এখানে আসার পর থেকে এটাই সবচেয়ে কঠিন মৌসুম। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতেও ভালো কিছু অর্জন করা সম্ভব।”