ইউরোপা লিগ
ব্যর্থ পথচলায় আরেকটি হতাশাজনক ফলের পর ম্যানচেস্টার ইউনাইটেড ঘিরে সমালোচনার তির আরও বিষাক্ত হওয়াই স্বাভাবিক।
Published : 04 Oct 2024, 03:08 PM
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপের মঞ্চে নেমে শুরুতে দুর্দান্ত পারফরম্যান্স দেখাল। ২০ মিনিটের মধ্যে দুবার জালে বল পাঠিয়ে সম্ভাবনা জাগাল দারুণ এক জয়ের। তাদের খেই হারাতেও অবশ্য সময় লাগল না। শেষমেশ হারের শঙ্কা দূরে ঠেলে, কোনোমতে একটি পয়েন্ট নিয়ে ফিরে স্বস্বির ঢেকুর তুললেন কোচ এরিক টেন হাগ।
পোর্তোর বিপক্ষে ইউরোপা লিগে ৩-৩ ড্রয়ের পর আরও একবার পুরোনো সুরে এই ডাচ কোচ আশার বাণী শোনালেন। সবাইকে বললেন ধৈর্য ধরতে।
নতুন আঙ্গিকের ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে বৃহস্পতিবার রাতে মার্কাস র্যাশফোর্ডের গোলে সপ্তম মিনিটেই এগিয়ে যায় ইউনাইটেড। ২০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাসমুস হয়লুন।
এমন আশাব্যঞ্জক শুরুর পর সাত মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে বসে তারা; ৪১ বছর বয়সী ডিফেন্ডার পেপে ব্যবধান কমানোর পর সমতা টানেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড সামু ওমোরোদিওন। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে এই তরুণের দ্বিতীয় গোলে এগিয়েও যায় স্বাগতিকরা।
৮১তম মিনিটে অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস লাল কার্ড দেখলে আরও বিপদে পড়ে যায় ইউনাইটেড। অনেকটা সময় ব্যকফুটে থেকে যোগ করা সময়ে হ্যারি ম্যাগুইয়ারের হেডে ১ পয়েন্ট পায় তারা।
গত মৌসুমের মতো এবারও ধুঁকছে ইউনাইটেড। টানা বাজে পারফরম্যান্সে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে নেমে গেছে ১৩ নম্বরে। এতে আগে থেকেই প্রবল সমালোচনার মুখে আছেন কোচ টেন হাগ।
এবার ইউরোপিয়ান ফুটবলে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য থাকার পর সমালোচনার তির আরও বিষাক্ত হওয়াই স্বাভাবিক। তবে, টেন হাগের ভাবনা আগের মতোই। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় সবাইকে আরও ধৈর্য ধরার আহ্বান জানালেন তিনি।
“এই মুহূর্তে আমি নিজেদের মূল্যায়ন করব না। সেটা করব মৌসুমের শেষে। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি। অপেক্ষা করুন। এই দলটাকে আমাদের গড়ে তুলতে হবে। আমরা এভাবেই পরিশ্রম করে যাব। আমরা লড়াই করব।”
“দলের সবার ভেতরে তাড়না এবং স্টাফ ও খেলোয়াড়দের মধ্যে সংযোগ আপনারা দেখতে পাচ্ছেন। খেলোয়াড়রা ঐক্যবদ্ধ আছে, তাদের মনোবল শক্ত এবং তারা কিছু অর্জন করতে চায়। আমাদের মানসিকতা ভালো আছে, তবে মাঠে রক্ষণের বিবেচনায় আমাদের উন্নতি করতে হবে।”
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ জয়শূন্য রইল ইউনাইটেড।
এবারের ইউরোপা লিগে এখনও জয়ের দেখা পায়নি ইউনাইটেড। ডাচ ক্লাব টোয়েন্টির বিপক্ষে ঘরের মাঠে ১-১ ড্রয়ে যাত্রা শুরু করা দলটির দুই ম্যাচে ২ পয়েন্ট।
ব্যর্থতা ঘুচিয়ে জয়ের পথে ফেরার লক্ষ্যে আগামী রোববার ফের প্রিমিয়ার লিগে মাঠে নামবে ইউনাইটেড, অ্যাস্টন ভিলার বিপক্ষে।