স্প্যানিশ ফুটবল
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির এই সিদ্ধান্তে হতবাক বার্সেলোনার সহ-সভাপতি রাফা ইয়ুস্তে।
Published : 16 Apr 2025, 09:15 PM
আলাভেসের আন্তোনিয়ো ব্লাঙ্কোকে বিপজ্জনক ফাউল করে কিলিয়ান এমবাপে স্রেফ এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় ক্ষুব্ধ বার্সেলোনার সহ-সভাপতি রাফা ইয়ুস্তে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির এই সিদ্ধান্তে অবাক হয়েছেন তিনি।
লা লিগায় গত রোববার আলাভেসের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে ৩৪তম মিনিটে এগিয়ে যাওয়ার চার মিনিট পরই ওই কাণ্ড ঘটান এমবাপে। মেজাজ হারিয়ে ব্লাঙ্কোকে মারাত্মক ফাউল করে বসেন ফরাসি তারকা। রেফারি শুরুতে তাকে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআর মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে সরাসরি লাল কার্ড দেখান।
অনেকে ধারণা করছিলেন, হয়তো একাধিক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন এমবাপে। তবে মঙ্গলবার রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি এই তারকাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তির কথা জানায়। আগামী রোববার লিগে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে পরের ম্যাচটিই কেবল খেলতে পারবেন না তিনি।
রেয়ালের জন্য স্বস্তির খবর যে, কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন এমবাপে। শাস্তি কঠোর হলে ম্যাচটিতে নাও খেলতে পারতেন তিনি।
স্প্যানিশ রেডিও ‘আরএসি-১’ এর সঙ্গে আলাপে এমবাপের এক ম্যাচের নিষেধাজ্ঞার সমালোচনা করেন বার্সেলোনা সহ-সভাপতি ইয়ুস্তে।
“অমন ফাউলে এই শাস্তি একেবারেই হাস্যকর। এটা বিস্ময়কর, প্রতিপক্ষ চোটে পড়তে পারত। লজ্জাজনক।”