এনএসসি
প্রবাসী মেধাবী অ্যাথলেটদের দেশের পতাকাতলে আনার নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
Published : 16 Apr 2025, 10:51 PM
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর পর থেকে উঠতে শুরু করেছে দাবিগুলো। সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই দাবি তুলছেন, প্রবাসী অ্যাথলেটদের দেশের পতাকাতলে আনার। এই প্রেক্ষাপটে জাতীয় ক্রীড়া পরিষদ- এনএসসি উদ্যোগী হতে বলেছে ফেডারেশনগুলোকে।
এনএসসির এক প্রজ্ঞাপনে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী বংশোদ্ভূত কৃতী খেলোয়াড়গণকে বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত করার সক্রিয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
এতে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজার দেশের হয়ে খেলার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
কিছুদিন ধরে আরেক প্রবাসী ফুটবলার সামিত সোমের বাংলাদেশের হয়ে খেলার কথা শোনা যাচ্ছে। প্রজ্ঞাপনে এ বিষয়টির সঙ্গে উল্লেখ করা হয়েছে বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান জিমন্যাস্ট জ্যাক আশিকুল ইসলামের বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও।
বিষয়গুলো ‘অত্যান্ত জরুরি’ উল্লেখ করে সকল জাতীয় ক্রীড়া সংস্থাকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।