স্ট্যামফোর্ড ব্রিজে ‘বর্ণবাদের শিকার’ হিউং-মিন, তদন্তের ঘোষণা চেলসির

কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2022, 05:10 PM
Updated : 18 August 2022, 05:10 PM

স্ট‍্যামফোর্ড ব্রিজে খেলতে গিয়ে টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড সন হিউং-মিন বর্ণবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এমন খবর সামনে আসতেই তদন্তের ঘোষণা দিয়েছে চেলসি। প্রতিশ্রুতি দিয়েছে কড়া পদক্ষেপ নেওয়ার।

ঘটনা গত রোববারের। স্ট্যামফোর্ড ব্রিজে সেদিন প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল চেলসি ও টটেনহ্যাম। ২-২ ড্র হওয়া উত্তেজনাপূর্ণ ম্যাচটির দ্বিতীয়ার্ধে হিউং-মিন কর্নার কিক নেওয়ার সময় ওই ঘটনা ঘটে।

বর্ণবাদের অভিযোগে এর আগে চেলসি কয়েকজন সমর্থককে আজীবন নিষিদ্ধ করেছে। হিউং-মিনের আক্রান্ত হওয়ার পর বলছে, এমন আচরণের কোনো স্থান নেই ক্লাবে।

বিবৃতিতে ক্লাবটি বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে নিজেদের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেছে আরেকবার।

“আমরা এই ঘটনার তদন্ত করছি এবং (অভিযুক্ত ব্যক্তি) চিহ্নিত হলে ক্লাব থেকে সে কঠোর শাস্তি পাবে। চেলসি বা আমাদের সম্প্রদায়ের মধ্যে এর (বর্ণবাদের) কোনো স্থান নেই।”