জার্মান ফুটবল
কাতার বিশ্বকাপে পেনাল্টি মিস করার পর নিজের ভুলটা প্রথম বুঝতে পারেন ইংলিশ ফরোয়ার্ড।
Published : 16 Apr 2025, 08:54 PM
কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পেনাল্টি মিস করার পর হ্যারি কেইনের উপলব্ধি হয়, কৌশলে পরিবর্তন আনতে হবে। ভাবনা অনুযায়ী কাজও শুরু করে দেন তিনি। বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার এবার জানালেন, নেইমার ও মারিও বালোতেল্লিসহ স্পট-কিকের বিশেষজ্ঞদের দেখে নতুন কৌশল আয়ত্ত করে ধারাবাহিক সাফল্য পাচ্ছেন তিনি।
কয়েক বছর আগে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে গতির সঙ্গে নিখুঁত শট নেওয়ায় জোর দিতেন কেইন। ২০২২ বিশ্বকাপের সময় ইংলিশ অধিনায়কের ভাবনা বদলে যায়। ফরাসিদের বিপক্ষে হেরে শেষ আট থেকে ইংলিশদের বিদায়ে যে তার ছিল বড় দায়।
ওই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ার পর পেনাল্টি গোলেই দলকে সমতায় ফেরান কেইন। পরে আবারও পিছিয়ে পড়া ইংল্যান্ড শেষ দিকে আরেকটি পেনাল্টি পায়। ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারেননি কেইন। এবার উড়িয়ে মেরে দলকে হতাশ করেন তিনি।
এরপর থেকে স্পট-কিকের কৌশল নিয়ে নতুন করে কাজ করেন কেইন। ব্রাজিলের টিএনটি স্পোর্টসকে তিনি বলেন, এখন শট নেওয়ার আগে গোলরক্ষকের নড়াচড়ার দিকে নজর থাকে তার।
“বছরের পর বছর ধরে কয়েকজন খেলোয়াড় এভাবে পেনাল্টি নিয়েছে। তাদের কয়েকজন আমার ভাবনাকে প্রভাবিত করে, (মারিও) বালোতেল্লি ও নেইমার। কিছু খেলোয়াড় আছে, যারা শট নেওয়ার আগে গোলরক্ষকের (মুভমেন্টের) জন্য অপেক্ষা করে। আমি এমনটা কখনও করতাম না, জোর দিতাম শট গতিময় ও নিখুঁত করায়।”
“বিশ্বকাপে পেনাল্টি মিস করার পর আমার মনে হয়, এমন কিছু বিষয় আছে যা আমি পরিবর্তন করতে পারি। বিশেষ করে যদি এক ম্যাচে দুটি পেনাল্টি নিতে হয়, সেক্ষেত্রে। এই জায়গায় উন্নতি করার চেষ্টা করতে চেয়েছিলাম। সৌভাগ্যক্রমে, তখন থেকে পেনাল্টিতে ভালো করছি।”
চলতি মৌসুমেও বায়ার্নের হয়ে দারুণ খেলছেন কেইন। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে ৩৪ গোল করেছেন তিনি।
এবারের বুন্ডেসলিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা কেইন। ২৭ ম্যাচে ২৩ গোল করেছেন তিনি। যেখানে ৯টি পেনাল্টির সবকটিতেই জালের দেখা পেয়েছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।
“উন্নতি করতে আমি সবসময় নতুন উপায় খুঁজে বের করার চেষ্টা করি। এটা (পেনাল্টি নেওয়ার কৌশল বদল) সেগুলোর মধ্যে একটি। নিশ্চিতভাবেই বিষয়টা তখন থেকে আমার পেনাল্টি নেওয়ায় সাহায্য করছে। আমি অবশ্যই ভালো ছন্দে আছি। যা করছি, এভাবেই চালিয়ে যেতে হবে।”
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে বুধবার ইন্টার মিলানের মাঠে খেলবে বায়ার্ন। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে হেরে চাপে আছে জার্মান জায়ান্টরা।