স্প্যানিশ ফুটবল
পুরোপুরি কৌশলগত কারণে ক্লাব ছেড়েছেন জার্মান মিডফিল্ডার, বললেন বার্সেলোনা সভাপতি।
Published : 03 Sep 2024, 10:58 PM
ইলকাই গিন্দোয়ানের বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে ফেরার ব্যাখ্যা দিয়েছেন হুয়ান লাপোর্তা। বার্সেলোনা সভাপতির দাবি, জার্মান মিডফিল্ডারের এই সিদ্ধান্তের পেছনে মোটেও ক্লাবের আর্থিক বিষয় ছিল না। বলেছেন, এটি ছিল পুরোপুরি দলের কৌশলগত সিদ্ধান্ত।
ম্যানচেস্টার সিটি ছেড়েই ২০২৩ সালের জুনে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন গিন্দোয়ান। এই তারকা ব্যক্তিগতভাবে আলো ছড়ালেও, গত মৌসুমটা শিরোপাহীন কাটে কাতালান দলটির।
গত মাসে সিটিতে ফেরেন তিনি। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মূলত ক্লাবের আর্থিক সমস্যার কারণে গিন্দোয়ানকে ফ্রি ট্রান্সফারে ছেড়ে দিতে বাধ্য হয় বার্সেলোনা। লা লিগার দলটিতে সবচেয়ে বেশি বেতনভুক্ত খেলোয়াড়দের একজন ছিলেন তিনি।
দানি ওলমোকে লাইপজিগ থেকে দলে টানলেও, লা লিগার ‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়মের কারণে বার্সেলোনা তাকে নিবন্ধন করাতে পারছিল না। মৌসুমের প্রথম দুই ম্যাচে তাই বাইরে থাকতে হয় তাকে। গিন্দোয়ান ক্লাব ছাড়ায় ওলমোকে নিবন্ধন করানোর কাজটি সহজ হয় বলে সংবাদমাধ্যমে খবর আসে।
বার্সেলোনা ছাড়ার সময় গিন্দোয়ানও বলেছিলেন, “আমার চলে যাওয়া যদি ক্লাবকে আর্থিকভাবে সাহায্য করতে পারে, তাহলে এটি আমাকে কিছুটা কম কষ্ট দেবে।”
তবে লাপোর্তা মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন, বিষয়টি মোটেও এমন ছিল না।
“গিন্দোয়ান দারুণ একজন খেলোয়াড় এবং চমৎকার একজন মানুষ। এখানে এক বছরে সে দুর্দান্ত ছিল, কিন্তু (কোচ হান্সি) ফ্লিকের সঙ্গে বৈঠকের পর, স্কোয়াডের অবস্থা মূল্যায়ন করে ক্রীড়ার কৌশলগত কারণেই সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমাদের জন্য এটা পুরোপুরি ক্লাব ও খেলোয়াড়ের নেওয়া স্পোর্টিং সিদ্ধান্ত ছিল। দানি ওলমো এলো, সে (গিন্দোয়ান) এখানে একই ভূমিকায় (ওলমোর মতো) খেলছিল।”
“আমি (সংবাদমাধ্যমে) পড়েছি, এটা নাকি আর্থিক সিদ্ধান্ত ছিল, কিন্তু তা নয়। আর্থিক প্রভাব হয়তো ছিল, কিন্তু এটি কারণ ছিল না। আমরা তাকে বিনামূল্যে ছেড়ে দিয়েছি, কারণ সে ফ্রি এজেন্ট হিসেবে এখানে এসেছিল, তাই এটিই সঠিক ছিল।”