আন্তর্জাতিক ফুটবল
‘বিশ্বের সেরা গোলরক্ষক’ থিবো কোর্তোয়াকে দলে পেতে উন্মুখ বেলজিয়ামের নতুন কোচ।
Published : 24 Jan 2025, 10:26 PM
দোমেনিকো তেদেস্কোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে দেড় বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা থিবো কোর্তোয়াকে পেতে উন্মুখ রুদি গার্সিয়া। বেলজিয়ামের নতুন কোচ মনে করছেন, রেয়াল মাদ্রিদের অভিজ্ঞ গোলরক্ষক এবার ফিরবেন আন্তর্জাতিক ফুটবলে।
জাতীয় দলের নেতৃত্বে জন্য সেই সময়ের কোচ উপেক্ষা করায় ২০২৩ সালের জুনের পর আর দেশের হয়ে খেলেননি কোর্তোয়া। চলতি মাসের শুরুতে তেদেস্কোকে ছাঁটাই করে বেলজিয়াম। এতে খুলে যায় ৩২ বছর বয়সী গোলরক্ষকের জাতীয় দলে ফেরার দুয়ার।
গণমাধ্যমকর্মীদের শুক্রবার গার্সিয়া বলেন, কোর্তোয়ার ফেরার উজ্জ্বল সম্ভাবনা দেখছেন তিনি।
“থিবো কোর্তোয়া হলেন বেলজিয়ামের সেরা খেলোয়াড়দের একজন। আমাদের এখনও ভালো গোলরক্ষক আছে। তবে আমার মতে, থিবো বিশ্বের সেরা গোলরক্ষক।”
গত বছরের শেষ দিকে বেলজিয়ামের হয়ে ম্যাচ খেলেননি অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু ও মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে। জাতীয় দল নিয়ে তাদের ভাবনা জানতে অধীর হয়ে আছেন গার্সিয়া।
“যে খেলোয়াড়রা আমাদের শীর্ষ দেশে পরিণত করতে পারে তাদের সঙ্গে কথা বলার জন্য অবশ্যই আমি মাদ্রিদ, ম্যানচেস্টার ও নেপলস যাব। আমি সব সময়ই বিশ্বাস করি, সবচেয়ে বড় খেলোয়াড়দের সঙ্গে কাজ করা সবচেয়ে সহজ। তাদের সঙ্গে আপনি স্বচ্ছ ও সৎ হতে পারবেন।”
“তাদের এরই মধ্যে প্রচুর অভিজ্ঞতা হয়েছে। তাই ওদের সঙ্গে পরামর্শ ও আলোচনা আকর্ষণীয় হতে পারে। প্রচুর প্রতিভার উপস্থিতি ও প্রতিষ্ঠিত খেলোয়াড়দের সম্পৃক্ততা দলের ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ।”
দল সম্পর্কে জানতে বেলজিয়ামের সাবেক মিডফিল্ডার এদের আজারের ওপর নির্ভর করবেন গার্সিয়া। তবে সাবেক চেলসি তারকার দলে আনুষ্ঠানিক কোনো ভূমিকা থাকবে না।
“এদেন আজারের সঙ্গে আমি প্রচুর কথা বলি। (২০২৬) বিশ্বকাপের রোমাঞ্চকর অভিযানে সেও সঙ্গী হবে। সে আমাদের কিছুটা সাহায্য করতে পারবে।”
“সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ, সে দলের অংশ ছিল। বেলজিয়ামের সব সময়ের সেরা খেলোয়াড়দের একজনকে আমার পাশে পাওয়া খুব আর্কষণীয় হতে পারে।”
নেশন্স লিগ ‘এ’ এর শীর্ষ পর্যায়ে জায়গা ধরে রাখার চ্যালেঞ্জে আগামী মার্চ মাসে দুই লেগের লড়াইয়ে ইউক্রেইনের মুখোমুখি হবে বেলজিয়াম। পরে খেলবে বিশ্বকাপ বাছাই পর্বে।