আন্তর্জাতিক ফুটবল
জায়গা হয়নি বার্সেলোনা মিডফিল্ডার গাভির।
Published : 14 Mar 2025, 06:59 PM
রেয়াল মাদ্রিদের হয়ে দারুণ পারফরম্যান্সে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন তরুণ ডিফেন্ডার রাউল আসেন্সিও। বার্সেলোনার হয়ে উজ্জ্বল পারফরম্যান্সে স্পেন দলে ফিরলেন অভিজ্ঞ ডিফেন্ডার ইনিগো মার্তিনেস।
নেদারল্যান্ডসের বিপক্ষে নেশন্স লিগের দুই লেগের কোয়ার্টার-ফাইনালের জন্য শুক্রবার দল ঘোষণা করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
সেখানে জায়গা পাননি বার্সেলোনা মিডফিল্ডার গাভি। এসিএল চোটে ১৪ মাস বাইরে থাকার পর এই তরুণের ফেরা প্রত্যাশিত ছিল। তবে সাম্প্রতিক সময়ে অসুস্থতার জন্য বার্সেলোনার হয়ে কিছু ম্যাচ না খেলা গাভির জাতীয় দলে ফেরার অপেক্ষা বাড়ল।
জায়গা হয়নি পিএসজি থেকে ধারে অ্যাস্টন ভিলায় গিয়ে আলো ছড়ানো মার্কো আসেন্সিরও। প্রিমিয়ার লিগের দলটির হয়ে আট ম্যাচে তিনি করেছেন সাত গোল। দলকে নিয়ে গেছেন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে।
ইউরোপের সফলতম দলের হয়ে সময় দারুণ কাটছে রাউল আসেন্সিওর। রেয়াল মাদ্রিদ একাডেমি থেকে ওঠে আসা ২২ বছর বয়সী ডিফেন্ডার লা লিগায় খেলেছেন ১৪ ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগে আটটি। স্পেন দলে তিনিই রেয়ালের একমাত্র খেলোয়াড়।
গত ইউরোর শিরোপা জয়ী দলে জায়গা না পাওয়া মার্তিনেস ফিরেছেন বার্সেলোনার হয়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্সে। তিনি ছাড়াও বার্সেলোনা থেকে আছেন পাউ কুবার্সি, মার্ক কাসাদো, পেদ্রি, লামিনে ইয়ামাল, ফেররান তরেস ও দানি ওলমো।
আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের মাঠে খেলবে স্পেন। ফিরতি লেগে ঘরের মাঠে খেলবে আগামী ২৩ মার্চ।