ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
বেলজিয়ামের বিপক্ষে স্মরণীয় জয়ের পর নিজ দলের সাফল্যকে সামগ্রিকভাবে তুলনামূলক ছোট দলগুলোর উন্নতি হিসেবে মন্তব্য করেছেন স্লোভাকিয়া কোচ ফ্রান্সেস্কো কালোসোনা।
Published : 18 Jun 2024, 02:57 PM
ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সেরা অঘটনের একটি জন্ম দিয়ে বেলজিয়ামকে হারিয়েছে স্লোভাকিয়া। দলটি কোচ ফ্রান্সেস্কো কালসোনা এটিকে ছোট দলগুলোর উন্নতি হিসেবেই দেখছেন।
জার্মানির স্টুটগার্টে সোমবার ‘ই’ গ্রুপের ম্যাচে শিরোপা দাবিদার বেলজিয়ামকে ১-০ গোলে হারায় স্লোভাকিয়া। ফিফা র্যাঙ্কিংয়ের ৩ নম্বরে থাকা বেলজিয়ামের বিপক্ষে ৪৮ নম্বরে থাকা স্লোভাকিয়ার এই জয় অনেকের কাছেই ইউরোর বড় অঘটনগুলোর একটি।
পুরো ম্যাচে দাপট দেখিয়েই খেলে বেলজিয়াম। কিন্তু সাত মিনিটে গোল খাওয়ার পর ‘বাতিল’ হয় তাদের দুটি গোল। এছাড়া একাধিক সুযোগ হাতছাড়া করে শেষ পর্যন্ত থামে টানা ১৫ ম্যাচের অপরাজেয় যাত্রা।
ম্যাচ শেষে নিজ দলের সাফল্যকে সামগ্রিকভাবে তুলনামূলক ছোট দলগুলোর উন্নতি হিসেবে মন্তব্য করেন কালসোনা।
“ছোট দলগুলো উন্নতি করেছে। আমরা এখন বড় দলগুলোর জন্য মাথাব্যথার কারণ হতে পারি। তবে এখনও (বড় দলগুলোর সঙ্গে) পার্থক্যটা অনেক বড়।”
“আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এটি কোনোভাবেই সহজ নয়। কারণ বেলজিয়ামের মতো দেশ অনেক ফুটবলারের জন্ম দিয়েছে। তবে এটিও সত্যি যে ছোট দলগুলোও উন্নতি করছে। বাছাইয়ের গ্রুপে আমি বুঝতে পেরেছি, ছোট দলগুলো অনেক গোছালো এবং তারা সত্যিই এগিয়েছে।”