মাঠের বাইরে থেকে জার্মানির দ্বিতীয় গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই কিশোর।
Published : 24 Mar 2025, 04:12 PM
ডর্টমুন্ডে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দলের রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষে সব আলো যেন কেড়ে নিলেন বাইরের একজন, ১৫ বছর বয়সী এক বল বয়। ইতালিকে হারিয়ে জার্মানির উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে ওঠার ম্যাচের নায়ক হয়ে উঠেছেন এই কিশোর!
ঘরের মাঠে রোববার শেষ আটের ফিরতি লেগে প্রথমার্ধেই তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠায় জার্মানরা। এর দ্বিতীয়টিতে অপ্রত্যাশিতভাবে জড়িয়ে গেছে ওই বল বয়ের নাম।
৩৬তম মিনিটে নোয়েল উর্বানিয়াকের তড়িৎ গতিতে দেওয়া বল ধরে দ্রুত কর্নার কিক নেন জার্মানি অধিনায়ক জসুয়া কিমিখ, তখন নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত ছিল ইতালির রক্ষণভাগ আর গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মাও ছিলেন পোস্ট থেকে দূরে। এমন সুযোগে স্কোরলাইন ২-০ করতে ভুল করেননি জামাল মুসিয়ালা।
প্রথমার্ধে তিন গোলে এগিয়ে যাওয়ার পরও শেষ দিকে শঙ্কায় পড়ে গিয়েছিল জার্মানি। দ্বিতীয়ার্ধের দুর্দান্ত পারফরম্যান্সে ৩-৩ সমতা টানে ইতালি। কিন্তু আরেকটি গোল তারা আর না পাওয়ায়, দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে সেমি-ফাইনালে জায়গা করে নেয় জার্মানরা।
শেষ ভাগের এমন নাটকীয় লড়াইয়ের কারণেই হয়তো মুসিয়ালার ওই গোলের মাহাত্ম্য আরও বেড়ে যায়। মাঠের বাইরে থেকে ওভাবে ‘অ্যাসিস্ট’ করায় তাই জার্মানির উল্লাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন উর্বানিয়াক। দলের অটোগ্রাফ দেওয়া একটি বল উপহার দেওয়া হয় তাকে।
সাক্ষাৎকারও নেওয়া হয় উর্বানিয়াকের। ম্যাচের ওই মুহূর্তের কথা বিস্তারিত জানান তিনি।
“অবিশ্বাস্য লাগছে। আমি কখনও এমন কিছুর অংশ ছিলাম না।“
“একটি মুহূর্তের জন্য আমাদের (জসুয়া কিমিখের সঙ্গে) চোখাচোখি হয়েছিল। দেখলাম সে বল চাচ্ছে এবং আমিও দ্রুত তার দিকে ছুঁড়ে দিলাম। বল বয় হিসেবে এটাই আমার প্রথম ম্যাচ।”