একটি কীর্তি গড়ার পাশাপাশি একটি মাইলফলক ছুঁলেন ইংলিশ তারকা।
Published : 29 Mar 2025, 11:08 PM
বুন্ডেসলিগায় পাঁচ ম্যাচ পর জালের দেখা পেলেন হ্যারি কেইন। এই গোলে বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার গড়লেন একটি কীর্তি, একই সঙ্গে স্পর্শ করলেন একটি মাইলফলক।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার সেন্ট পাউলিকে ৩-২ গোলে হারিয়ে লিগ টেবিলে ৬ পয়েন্টে এগিয়ে গেছে বায়ার্ন।
সপ্তদশ মিনিটে কেইন দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে তাদের হয়ে জোড়া গোল করেন লেরয় সানে।
বুন্ডেসলিগায় ১৯টি দলের মুখোমুখি হয়ে সবার বিপক্ষেই জালের দেখা পেলেন কেইন। জার্মানির শীর্ষ লিগটির ইতিহাসে তার চেয়ে বেশি দলের মুখোমুখি হয়ে সবার বিপক্ষেই গোল করেছেন কেবল সাবেক জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা (২৮)।
গত মৌসুমে টটেনহ্যাম হটস্পার থেকে বায়ার্নে যোগ দেওয়া কেইন দলটির জার্সিতে এই নিয়ে ১০০ গোলে সম্পৃক্ত রইলেন (৮৩ ম্যাচে ৭৭ গোল ও ২৩ অ্যাসিস্ট)। এর মধ্যে বুন্ডেসলিগায় ৫৭ ম্যাচে ইংলিশ তারকার গোল ৫৮টি।