স্প্যানিশ ফুটবল
বিভিন্ন পজিশনে খেলতে পটু এই স্প্যানিয়ার্ডের সঙ্গে এক বছরের চুক্তি বাড়িয়েছে সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটি।
Published : 18 Jul 2024, 07:28 PM
লুকা মদ্রিচের পর এবার লুকাস ভাসকেসের সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়িয়েছে রেয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে আরও এক বছর খেলবেন এই স্প্যানিশ ফুটবলার।
বিভিন্ন পজিশনে খেলতে অভ্যস্ত ৩৩ বছর বয়সী ভাসকেসের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করার কথা বৃহস্পতিবার নিশ্চিত করে রেয়াল। স্প্যানিশ ক্লাবটিতে তার আগের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল গত মাসে।
রেয়ালের যুব একাডেমিতে বেড়ে ওঠা ভাসকেস ২০১৪ সালে ধারে খেলতে যান এস্পানিওলে। পরের মৌসুমেই তাকে ফিরিয়ে আনে রেয়াল। এরপর থেকে এখন পর্যন্ত দলটির হয়েই খেলছেন তিনি।
দলের প্রয়োজনে ফরোয়ার্ড, মিডফিল্ডার এবং ডিফেন্ডার হিসেবে খেলা ভাসকেস রেয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন অবধি ৩৪৯ ম্যাচ খেলেছেন। ৩৬ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬৫টি গোলে।
গত মৌসুমে রেয়ালের লা লিগা শিরোপা পুনরুদ্ধারের পথেও গুরুত্বপূর্ণ রাখেন তিনি; ২৯ ম্যাচ খেলে করেন ৩ গোল, অ্যাসিস্ট ৭টি। দলটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথচলায় ৯ ম্যাচ খেলে কোনো গোল করতে পারেননি তিনি।
আরেকটি মৌসুমে রেয়ালে নিজেকে মেলে ধরার সুযোগ ভাসকেসের সামনে।