নেশন্স লিগ
হাঁটুর চোটে ভোগা এই ফরোয়ার্ড ক্লাব আর্সেনালেই থাকবেন।
Published : 06 Oct 2024, 08:43 PM
উয়েফা নেশন্স লিগে আসছে দুই ম্যাচে কাই হাভার্টজকে পাবে না জার্মানি। হাঁটুর চোটে জাতীয় দল থেকে ছিটকে গেছেন আর্সেনালের এই ফরোয়ার্ড।
প্রিমিয়ার লিগে শনিবার সাউথ্যাম্পটনের বিপক্ষে আর্সেনালের ৩-১ গোলে জেতা ম্যাচের পুরোটা সময় খেলেন হাভার্টজ। একটি গোলও করেন তিনি।
পরদিন দলের সামাজিক যোগাযোগের মাধ্যমে এই তারকার চোটের কথা জানায় জার্মানি। তার বদলি হিসেবে ২৪ বছর বয়সী ফরোয়ার্ড ইউনাটান বুখহার্টকে দলে ডেকেছেন কোচ ইউলিয়ান নাগেলসমান।
চলতি মৌসুমে ক্লাব আর্সেনালের হয়ে দারুণ ছন্দে আছেন হাভার্টজ। প্রিমিয়ার লিগে ৪টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে ৬ গোল করেছেন ২৫ বছর বয়সী ফুটবলার। সঙ্গে অ্যাসিস্ট আছে একটি।
আগামী শুক্রবার বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেলবে জার্মানি। ১৪ অক্টোবর নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা।
নেশন্স লিগে ‘এ’ লিগের ৩ নম্বরে গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মানি। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে নেদারল্যান্ডস। ১ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে বসনিয়া ও হাঙ্গেরি।