স্প্যানিশ ফুটবল
শুরুতে স্কোয়াড নিয়ে আশাবাদী হলেও পরে নাকি সংশয় প্রকাশ করেছিলেন শাভি এর্নান্দেস।
Published : 05 Jun 2024, 09:21 PM
নাটকীয় পালাবদলে শাভি এর্নান্দেসকে সরিয়ে এরই মধ্যে নতুন কোচ নিয়োগ দিয়েছে বার্সেলোনা। তবে শাভির ছাঁটাই হওয়া নিয়ে আলোচনা চলছে এখনও। অবশেষে ক্লাবের সাবেক এই মিডফিল্ডারকে বিদায় করে দেওয়ার কারণ জানালেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা।
এবারের মৌসুম শেষে বিদায় নেওয়ার সিদ্ধান্ত শাভি জানিয়েছিলেন অনেক আগেই। সিদ্ধান্ত বদল হবে না-এমন কথাও তিনি জোর দিয়ে বলেছিলেন। তবে হঠাৎ করে মত বদলে বার্সেলোনার দায়িত্বে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাতে কাম্প নউয়ে ফেরে স্বস্তি। কিন্তু মাস খানেক পর আচমকাই তাকে ছাঁটাই করে দেয় বার্সেলোনা কর্তৃপক্ষ।
যে দলটির হয়ে খেলোয়াড় হিসেবে তিনি মুঠোভরে সাফল্য পেয়েছেন, বড্ড দুঃসময়ে যে ক্লাবটির হাল ধরে বেশ কিছু সাফল্যও এনে দিয়েছেন, তাদের এমন আচরণ নিয়ে সমালোচনার স্রোত বয়ে যায়। এবার সেই বিষয়ে মুখ খুললেন লাপোর্তা।
২০২১ সালে রোনাল্ড কুমানের বিদায়ে পর বার্সেলোনার দায়িত্ব নেন শাভি। ২০২২-২৩ মৌসুমে তার হাত ধরে লা লিগা জেতে কাতালুনিয়ার দলটি।
২০২৩-২৪ মৌসুমে অবশ্য বার্সেলোনার সময় ভালো যায়নি। তবে শাভি আগের সিদ্ধান্ত বদলে দায়িত্বের মেয়াদ পূর্ণ করার সিদ্ধান্ত জানান। কিন্তু গত মাসে ৪৪ বছর বয়সী এই কোচকে বরখাস্ত করে বার্সেলোনা।
বার্সা ওয়ানের সঙ্গে আলাপচারিতায় লাপোর্তা বললেন, দল নিয়ে সংশয় প্রকাশ করায় শাভিকে বিদায় করে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাদেরকে।
“শাভি ভালো কাজ করেছে, দলের কঠিনতম সময়ে হাল ধরেছিল সে, গত বছর আমরা লিগ এবং সুপার কাপ জিতেছিলাম (তার কোচিংয়ে), কিন্তু এ বছর কাজগুলো হয়নি।”
“গত ফেব্রুয়ারিতে আমি মেনে নিয়েছিলাম তার জুনে চলে যাওয়ার সিদ্ধান্ত। কেননা, তার ওই সিদ্ধান্তে আমাদের নতুন কোচ খোঁজার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করার মতো বিষয় ছিল না। এরপর সে বলল-চালিয়ে যেতে চায়…সে যখন চালিয়ে যেতে চেয়েছিল, সেটা সব দিক থেকেই গুরুত্বপূর্ণ ছিল। কেননা, শাভি একজন কিংবদন্তি এবং তার উদ্দীপনা আমাদেরকে তার সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য করেছিল।”
ওই সময়ই শাভির সঙ্গে দল নিয়ে কথা হয় লাপোর্তার। কিন্তু পরবর্তীতে শাভির কথার সঙ্গে তার পরের কথার তেমন মিল খুঁজে পাননি বলে দাবি করলেন বার্সেলোনা সভাপতি।
“তার সিদ্ধান্ত বদলের সময় আমি তাকে জিজ্ঞেস করেছিলাম: তুমি এই দলটাকে বিশ্বাস করো? সে বলেছিল- হ্যাঁ। সে বলেছিল, এই দলের প্রতি আস্থা আছে তার। তবে এরপর স্পোর্টিং ডিরেক্টর দেকোর সঙ্গে স্কোয়াড়ের পরিবর্তন বিষয়ে কথা বলে সে ভিন্ন মত জানিয়েছিল (দল নিয়ে)।”
“এই বিষয়টি আমাকে ভিন্ন উপলব্ধি এনে দিয়েছিল, আমাকে আবারও ভাবার সুযোগ দিল এবং আমি ভাবলাম হান্সি ফ্লিক এই স্কোয়াড়ের থেকে সেরাটা বের করে আনতে পারবে।”
শাভির এমন বিদায়ে অনেকেই উষ্মা প্রকাশ করেন। সমালোচনার টেবিলে উঠে আসে নিকট অতীতে ক্লাব কিংবদন্তিদের সঙ্গে কর্তৃপক্ষের বিরূপ আচরণের বিষয়টি। কুমান, ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির ২০২১ সালের বিদায়ও ছিল না সুখকর। লাপোর্তা বললেন, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়েছে ক্লাবকে।
“সবকিছু আরও ভালোভাবে হতে পারে। পরিস্থিতি অনুযায়ী যেটা ভালো মনে হয়েছে, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রয়োগ করা হয়েছে। যখন শাভি তার মন বদলাল, তখন আমাদের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল রায়ো ভাইয়েকানোর বিপক্ষে, যে ম্যাচটি আমরা খেলছিলাম লিগে দ্বিতীয় হওয়ার জন্য।”
“শাভির উদ্বেগ আমাদেরকে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। আমি চাই না, লোকে ভোগান্তির শিকার হোক, কেননা তাদের জানা প্রয়োজন, ওই ঘটনার সময় বিষয়গুলো কেমন চলছিল।”
গত সপ্তাহে দুই বছরের চুক্তিতে বার্সেলোনার দায়িত্ব দেওয়া হয় বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক কোচ ফ্লিককে।