ইংলিশ প্রিমিয়ার লিগ
দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে আট মিনিটে দুই গোল শোধ করে পয়েন্ট পেয়েছে অ্যাস্টন ভিলা।
Published : 19 Jan 2025, 01:32 AM
বিরতির আগে-পরের দুই গোলে ম্যাচে শক্ত অবস্থান পেয়েছিল আর্সেনাল। কিন্তু সেটা ধরে রাখতে পারেনি তারা। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে আট মিনিটে গোল দুটি শোধ করে দেয় অ্যাস্টন ভিলা। শেষ দিকে দারুণ কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান গড়ে দিতে পারেনি মিকেল আর্তেতার দল।
অ্যামিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। গাব্রিয়েল মার্তিনেল্লি ও কাই হাভার্টজের গোলে পিছিয়ে পড়ার পর ব্যবধান কমান ইউরি টিয়েলেমান্স। এরপর ওলি ওয়াটকিন্সের গোলে একটি পয়েন্ট আদায় করে নেয় ভিলা।
লিগে তিন ম্যাচের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার পয়েন্ট হারাল আর্সেনাল। তাতে শিরোপা দৌড়েও বড় একটা ধাক্কা খেল দলটি। ২২ ম্যাচে ১২ জয় ও আট ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা।
দিনের আগের ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারানো লিভারপুল ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
ম্যাচের বেশিরভাগ সময় পজেশন ধরে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা আর্সেনাল ৩৫তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায়। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে লিয়ান্দ্রো ট্রোসার্ডের বাড়ানো পাস গোলমুখে পেয়ে শট নেন মার্তিনেল্লি, দ্বিতীয় প্রচেষ্টায় বল ফিরিয়ে দিয়েছিলেন গোলরক্ষক; কিন্তু ততক্ষণে বল পেরিয়ে গেছে গোললাইন।
গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে এফএ কাপ থেকে বিদায় নেয় আর্সেনাল এবং ওই ম্যাচে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হওয়ায় তীব্র সমালোচনার মুখে ছিলেন হাভার্টজ। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে তার নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ হয়। ট্রোসার্ডের ক্রস ছয় গজ বক্সে পেয়ে ভলিতে গোলটি করেন জার্মান মিডফিল্ডার।
চলতি মৌসুমে আর্সেনালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ গোল হলো হাভার্টজের।
এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ভিলা। তাদের লড়াকু ফুটবলের সামনে দ্রুতই আর্সেনালের দুই গোলের ব্যবধান ঘুচে যায়।
৬০তম মিনিটে লুকাস দিনিয়ের ক্রসে ছুটে গিয়ে ডাইভিং হেডে ব্যবধান কমান টিয়েলেমান্স। পরের মিনিটে সমতায়ও ফিরতে পারত তারা; কিন্তু এই বেলজিয়ান মিডফিল্ডারের শট পোস্টে বাধা পায়।
তবে অপেক্ষা দীর্ঘ হয়নি দলটির। ৬৮তম মিনিটে পোলিশ রাইট-ব্যাক ম্যাটি ক্যাশের ক্রস পেয়ে দারুণ ভলিতে স্কোরলাইন ২-২ করেন ইংলিশ ফরোয়ার্ড ওয়াটকিন্স।
এবারের লিগে তার গোল হলো ১০টি, অ্যাস্টন ভিলার খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।
অল্প সময়ে দুই গোল হজমে আর্সেনালের আত্মবিশ্বাসে যেন বেশ চোট লাগে। তেমন কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না তারা। ৮৭তম মিনিটে মিকেল মেরিনোর শট অবশ্য ঠিকানা খুঁজে পেয়েছিল; কিন্তু মাঝপথে হাভার্টজের হাতে বল লাগায় ভিএআরে মেলেনি গোল।
যোগ করা সময়ের প্রথম মিনিটে দুর্ভাগ্যের বাধায় ফের গোলবঞ্চিত হয় আর্সেনাল; মেরিনোর শট পোস্টে বাধা পায়। এরপর সতীর্থের পা ঘুরে বল পেয়ে ট্রোসার্ডের নেওয়া শট গোলরক্ষক কোনোমতে আটকে দিলে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
দারুণ প্রত্যাবর্তনে হার এড়ানো অ্যাস্টন ভিলা ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।