নেশন্স লিগ
ঘরের মাঠে সমর্থকদের সামনে দারুণ একটি জয় উপহার দিতে মুখিয়ে আছেন ব্রুনো ফের্নান্দেস।
Published : 21 Mar 2025, 05:36 PM
নেশন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে নিজেদের পারফরম্যান্সে ভীষণ হতাশ ব্রুনো ফের্নান্দেস। তবে ডেনমার্কের বিপক্ষে ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী পর্তুগাল অধিনায়ক। লক্ষ্য পূরণে কিছু জায়গায় উন্নতির তাগিদ দিয়েছেন তিনি।
প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে একটুও আলো ছড়াতে পারেননি ক্রিস্তিয়ানো রোনালদো, ফের্নান্দেসরা। ম্যাচজুড়ে দাপট দেখায় স্বাগতিকরা, যার প্রমাণ মেলে পরিসংখ্যানেও।
বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে পর্তুগাল ছিল ধারহীন। প্রতিযোগিতাটির প্রথম আসরের চ্যাম্পিয়নরা গোলের জন্য শট নিতে পারে আটটি, এর কেবল দুটি ছিল লক্ষ্যে। সেখানে ডেনমার্ক ২৩ শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে।
গোলরক্ষক দিয়েগো কস্তার অসাধারণ কিছু সেভের কারণে পর্তুগালের হারের ব্যবধান বড় হয়নি। তাতে ফিরতি লেগে তাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও আছে। আর পরের লড়াইটা যেহেতু ঘরের মাঠে, তাই ফের্নান্দেস পাচ্ছেন বাড়তি আত্মবিশ্বাস।
“আমরা অবাক হইনি, জানতাম তারা আক্রমণাত্মক ফুটবল খেলবে…আমাদের খেলায় আগ্রাসী ফুটবলের ঘাটতি ছিল। (বল দখলের) লড়াইয়ে আমাদের আরও শক্তিশালী হতে হতো।”
“(টিকে থাকতে) আমাদের সামনের কঠিন পরীক্ষা দিতে হবে, কিন্তু আমরা খুব করে জিততে চাই। আর ঘরের মাঠে সমর্থকদের পাশে নিয়ে নিশ্চিতভাবেই আমরা লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিতে পারব।”
পর্তুগালের লিসবনে আগামী রোববার মাঠে গড়াবে ফিরতি লেগের ম্যাচ।