চিলির নিরাপত্তা মন্ত্রী লুইস কর্দেরো জানিয়েছেন, স্থানীয় পুলিশ ম্যাচটি এখন আয়োজন করাকে নিরাপদ মনে করছে না।
Published : 12 Apr 2025, 04:16 PM
কোপা লিবের্তাদোরেস ম্যাচে দুইজনের মৃত্যুর ঘটনায় চিলিতে বিরাজ করছে উত্তেজনা। তাই ‘নিরাপত্তার স্বার্থে’ দেশটির দুই জনপ্রিয় ক্লাব কোলো কোলো ও ইউনিভার্সিদাদ দে চিলির মধ্যকার লড়াই স্থগিত করেছে কর্তৃপক্ষ।
ইউনিভার্সিদাদের মাঠে রোববার হওয়ার কথা ছিল চিলির শীর্ষ লিগের ম্যাচটি। আগের দিন চিলির নিরাপত্তা মন্ত্রী লুইস কর্দেরো জানিয়েছেন, স্থানীয় পুলিশ ম্যাচটি এখন আয়োজন করাকে অনিরাপদ মনে করছে।
কোলো কোলোর ঘরের মাঠ মনুমেন্তাল স্টেডিয়ামে গত বৃহস্পতিবার ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। সেদিন কোপা লিবের্তাদোরেসের ‘ই’ গ্রুপের ম্যাচে ব্রাজিলের দল ফর্তালেজার মুখোমুখি হয়েছিল চিলির ক্লাবটি।
স্বাগতিক সমর্থকরা মাঠে প্রবেশের চেষ্টা করলে ভিড়ের ধাক্কায় স্টেডিয়ামের কাছের বেষ্টনীতে আঘাত পেয়ে মারা যান ১৩ বছর বয়সী এক কিশোর ও ১৮ বছর বয়সী এক কিশোরী।
ওই মৃত্যুর প্রতিবাদে সেদিন ম্যাচের দ্বিতীয়ার্ধের সময় মাঠে নেমে যান কোলো কোলোর সমর্থকরা। তখন গোলশূন্য সমতায় ছিল ম্যাচ। শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ম্যাচটি বাতিল করে দেয়।
নিরাপত্তা ঝুঁকির কারণে গত জানুয়ারিতে কোলো কোলো ও ইউনিভার্সিদাদ দে চিলির সুপারকোপা ম্যাচও স্থগিত করা হয়।