বিশ্বকাপ বাছাই
পালাবদলের সঙ্গে এখনও মানিয়ে নিতে পারছে না ফুটবলাররা, মনে করছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।
Published : 18 Nov 2024, 04:18 PM
ব্রাজিল দলটা যেন এখন অতীতের কঙ্কাল। পারফরম্যান্সে নেই আগের সেই ধার। মাঠের খেলায় বোঝাপড়ার ঘাটতি স্পষ্ট। সুন্দর ফুটবল অনেক দূরের ব্যাপার, জয় পেতেই এখন ভুগতে হচ্ছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এমন কঠিন সময়ে সমর্থকদের পাশে চেয়েছেন ডিফেন্ডার মার্কিনিয়োস।
২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের পারফরম্যান্স আশানুরূপ নয়। একটা পর্যায়ে জয়শূন্য ছিল টানা চার ম্যাচে, এর তিনটিতেই পেয়েছিল হারের তেতো স্বাদ। পয়েন্ট তালিকায় নেমে গিয়েছিল বেশ নিচে। আপাতত অতোটা বাজে অবস্থায় নেই তারা। ৫ জয়, ৪ হার ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
শীর্ষে থাকা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে ৫ পয়েন্ট কম তাদের। সমান ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে উরুগুয়ে ও কলম্বিয়া। দক্ষিণ আমেরিকা থেকে আগামী বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে বাছাইয়ের টেবিলের প্রথম ছয় দল।
ধুঁকতে থাকা ব্রাজিল অক্টোবরের বাছাই পর্বের দুটি ম্যাচই জিতে আভাস দিয়েছিল নিজেদের ফিরে পাওয়ার। কিন্তু চলতি মাসের প্রথম ম্যাচেই ধাক্কা খায় দলটি। ভেনেজুয়েলার মাঠ থেকে ফেরে ১-১ ড্র নিয়ে। জয়ের সুযোগ অবশ্য ছিল তাদের, কিন্তু পেনাল্টি মিস করেন রেয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র।
আগামী বুধবার উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। আসছে ম্যাচকে সামনে রেখে দলকে হতাশ না হতে বললেন মার্কিনিয়োস। পিএসজির অভিজ্ঞ এই ডিফেন্ডারের মতে, ফল নিজেদের পক্ষে না এলেও সর্বোচ্চ চেষ্টা করছে দল।
“যদিও অনেক কারণে জাতীয় দলের প্রতি মানুষের আশা নষ্ট হয়ে যেতে পারে, তারপরও আমরা চাই তারা যেন দলের প্রতি তাদের আবেগ হারিয়ে না ফেলে।”
নতুন কোচ দরিভাল জুনিয়রের কোচিংয়ে এখনও সেভাবে জ্বলে উঠতে পারছে না ব্রাজিল। নেইমার, রদ্রিগোর, এদের মিলিতাওয়ের মতো নিয়মিতরা আছেন মাঠের বাইরে। সব মিলিয়ে, পালাবদলের সঙ্গে এখনও মানিয়ে নিতে না পারার কথা বললেন মার্কিনিয়োস।
“আমরা এখনও অনেক কিছুতে ভুল করব। কারণ খেলোয়াড় ও দলে নানা পরিবর্তনের কারণে এই পালাবদল আমাদের কাছে এখনও একেবারেই নতুন। তবে আমাদের ভুলের পরিমাণ কম হলে, এটা আমাদের খুশি করে।”
“যতক্ষণ আমরা স্বস্তিদায়ক স্থানে আছি, ততক্ষণ (বিশ্বকাপ বাছাইয়ের) অবস্থান নিয়ে খুব বেশি চিন্তা করছি না। আমরা টেবিলের উপরে উঠতে, কাজের প্রবাহকে আরও ভালো করতে এবং আত্মবিশ্বাস অর্জনের জন্য জিততে চাই।”