ইংলিশ প্রিমিয়ার লিগ
Published : 22 Dec 2024, 10:30 PM
চেলসির সামনে সুযোগ ছিল প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে কিছুক্ষণের জন্য হলেও শীর্ষে ওঠার। কিন্তু সেটা কাজে লাগাতে পারল না দারুণ ছন্দে থাকা দলটি। তাদেরকে রুখে দিয়ে এক পয়েন্ট তুলে নিল এভারটন।
গুডিসন পার্কে শনিবার দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। লিগে টানা পাঁচ জয়ের পর হোঁচট খেল চেলসি।
ম্যাচটি জিতলে লিভারপুলকে টপকে পয়েন্ট টেবিলে সবার উপরে উঠতো চেলসি। কিন্তু ম্যাচে দারুণ কয়েকটি সুযোগ হাতছাড়া করে পয়েন্ট হারাল তারা। ১৭ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দলটি। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৩৬।
ম্যাচের শুরুটা ছিল সাদামাটা। সময়ের সঙ্গে নিজেদের গুছিয়ে নিতে শুরু করে চেলসি। পরে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্য করে তারা। ৭৫ শতাংশ বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে তাদের নেওয়া ১২ শটের পাঁচটি ছিল লক্ষ্যে। আর পাঁচ শটের চারটি লক্ষ্যে রাখতে পারে এভারটন।
অগোছালো ম্যাচের ২৬তম মিনিটে দারুণ এক সুযোগ পায় চেলসি। ডানপাশ থেকে এভারটনের একজনের পায়ের ফাঁক দিয়ে ক্রস করেন কোল পালমার। গোলমুখে বল পেয়ে নিকোলাস জ্যাকসনের নেওয়া শট চমৎকারভাবে ঠেকিয়ে দেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।
ছয় মিনিট পর আরেকটি সুযোগ নষ্ট করেন জ্যাকসন। এবার কর্নার থেকে দূরের পোস্টে ফাঁকায় বল পেয়ে কাছ থেকে হেডে পোস্টে মারেন তিনি।
দ্বিতীয়ার্ধেও পজেশন ধরে রেখে আক্রমণে চালায় চেলসি; কিন্তু কার্যকর কোনো সুযোগ তৈরি করতে পারেনি। উল্টো ভালো কিছু আক্রমণ করে এভারটন। তবে চেলসির ডিফেন্ডার ও গোলরক্ষকের বাধা ভাঙতে পারেনি তারাও।
লিগে চেলসির পরের ম্যাচ বৃহস্পতিবার, ফুলহ্যামের বিপক্ষে। পয়েন্ট টেবিলে পঞ্চদশ স্থানে থাকা এভারটন ওইদিনই মুখোমুখি হবে ব্যর্থতার বৃত্তে বন্দি ম্যানচেস্টার সিটির।
আরও পড়ুন: