Published : 05 May 2025, 11:31 AM
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকার সোনা জব্দ করা হয়েছে।
সোমবার ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ কর্মকর্তা বরুণ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে ওই যাত্রীকে আটক করে তার লাগেজে তল্লাশি চালিয়ে এই সোনা জব্দ করা হয়েছে।
মো. সুমন নামের ওই যাত্রীর বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ভাটনিখোলা গ্রামে।
বরুণ দাস বলেন, সুমন মালয়েশিয়া থেকে বাটিক এয়ারের একটি ফ্লাইটে (ওডি-১৬২) রোববার রাত ১১টা ৩৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে নামেন।
“তার ব্যাগেজ স্ক্যানিং করে সোনার রিং তৈরির মেশিনের মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ১৯০ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৯৬ গ্রাম স্বর্ণালংকারসহ ১ হাজার ২৮৬ গ্রাম সোনা জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।“
সোনা জব্দের ঘটনায় সুমনের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান মুন্সী বলেন, “শাহজালালে যেসব যাত্রীরা বিদেশ থেকে আসেন, তখন তাদের বিভিন্ন প্রশ্ন করতে গিয়ে আমরাও বিব্রত হই। আন্তর্জাতিক চোরাচালান চক্র অসহায় প্রবাসীদের কাজে লাগিয়ে এসব সোনা আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে।
“দেশের টাকা হুন্ডি বা বিভিন্ন মাধ্যমে দেশের বাইরে যায়। আর, তার বিনিময়ে এসব সোনা যাত্রীরা নিয়ে আসে সাধারণ সোনা মনে করে। এতে দেশের অর্থ বাইরে যাচ্ছে। রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। "