Published : 05 May 2025, 05:28 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ তুলেছেন একই বিভাগের দুই শিক্ষার্থী।
এ ঘটনায় রোববার দুপুরে ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।
ভুক্তভোগীদের ভাষ্য, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের ছাদে ডেকে নিয়ে প্রায় পাঁচ ঘণ্টা ধরে তাদের মানসিক নির্যাতন করা হয়।
অভিযোগে মুকমিনুল ইসলাম চৌধুরী, গোলাম রাব্বী, মাহাবুব হোসেন, মেহেদী হাসান মিঠু, শাহ পরান এবং শাহাদাত হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। তারা ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ছাড়া ভুক্তভোগীরা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগীরা জানান, ঘটনার সময় আরও ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সেখানে আরও কয়েকজন র্যাগিংয়ের শিকার হয়েছেন। তবে নিরাপত্তাহীনতা ও ভয়ের কারণে তারা অভিযোগ করেননি।
লিখিত অভিযোগে বলা হয়েছে, “আমাদের দিয়ে কুরুচিপূর্ণ শব্দ উচ্চারণ, অশ্লীল কবিতা আবৃত্তি এবং অশালীনভাবে শারীরিক অঙ্গভঙ্গি করানো হয়। এমনকি কুকুরের মতো আচরণ করতেও বাধ্য করা হয়।”
এসব করতে অস্বীকৃতি জানালে বাবা-মা ও পরিবার নিয়ে কটূক্তি এবং মোবাইল ফোন জমা রাখা হয় বলে দাবি অভিযোগকারীদের।
তবে অভিযোগ অস্বীকার করে গোলাম রাব্বীর বলেন, “এটি কোনো র্যাগিং ছিল না। আমাদের বিভাগ একটি টুর্নামেন্ট জেতায় জুনিয়রদের নিয়ে একটি খাওয়ার আয়োজন ছিল।”
অভিযোগ অস্বীকার করে মাহাবুব হোসেন বলেন, “সব অভিযোগ মিথ্যা। আমাদের কাছে ছবি ও ভিডিও আছে।”
প্রক্টর মাহবুবর রহমান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে অভিযোগটি সত্য বলে মনে হয়েছে।
“সোমবার ওই ছয় শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলব। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।”