ইংলিশ প্রিমিয়ার লিগ
Published : 22 Dec 2024, 09:54 PM
এক ম্যাচে জয়, তো পরের ম্যাচেই ছন্দপতন- ম্যানচেস্টার ইউনাইটেডের অধারাবাহিক ফুটবলের ধারাবাহিকতা চলছেই। সেই ধারায় এবার বোর্নমাউথের বিপক্ষে ন্যুনতম লড়াইও করতে পারল না হুবেন আমুরির দল।
ওল্ড ট্র্যাফোর্ডের চেনা আবহেও নিজেদের মেলে ধরতে পারল না ইউনাইটেড, হেরে গেল ৩-০ গোলে। রোববার তরুণ ফুটবলার ডিন হাউসেনের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় সফরকারীরা। পরে দ্বিতীয়ার্ধে জাস্টিন ক্লুইভার্ট ও এন্টোয়ান সেমেনিওর গোলে জয় নিয়ে ফেরে বোর্নমাউথ।
পুরো ম্যাচে অধিকাংশ সময় পজেশন রাখার পাশাপাশি আক্রমণও বেশি করে স্বাগতিকরা। কিন্তু ফিনিশিংয়ে তারা পুরোপুরি ব্যর্থ।
দারুণ এই জয়ে প্রিমিয়ার লিগের টেবিলে এক লাফে পঞ্চম স্থানে উঠেছে বোর্নমাউথ। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ২৮।
এতে ভীষণ বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া ম্যানচেস্টার সিটি নেমে গেছে আরও এক ধাপ, ২৭ পয়েন্ট নিয়ে সাতে আছে তারা।
গত সপ্তাহে লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ দিকে দুই গোল করে ২-১ ব্যবধানে জয় পায় ইউনাইটেড। চ্যাম্পিয়নদের বিপক্ষে ওই সাফল্যে পথে ফেরার আশাও জাগায় তারা। তবে চার দিন পর লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হেরে যায় তারা। এবার আরেকবার পেল তেতো স্বাদ।
লিগে সপ্তম হারের পর ইউনাইটেড সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে আছে ১৩ নম্বরে।
নিজেদের বিপক্ষে যেকোনো সেট পিস মানেই যেন ইউনাইটেডের জন্য ভয়ঙ্কর বার্তা। অন্তত চলতি মৌসুমে সেটাই বারবার দেখা যাচ্ছে, এদিনও হলো তাই।
২৩তম মিনিটে ডান দিকের সাইডলাইন থেকে ফ্রি কিকে বক্সে ক্রস বাড়ান রায়ান ক্রিস্টি, আর দারুণ হেডে স্বাগতিকদের স্তব্ধ করে দেন ১৯ বছর বয়সী ডিফেন্ডার হাউসেন।
দুই মিনিট পর আবার ইউনাইটেডের রক্ষণে হানা দেয় সফরকারীরা। বক্সের বাইরে বুক দিয়ে বল নামিয়ে এভানিলসনের অ্যাক্রোবেটিক শট কোনোমতে রুখে দেন গোলরক্ষক। বিরতির আগের কয়েক মিনিটে চাপ বাড়িয়ে ভালো কয়েকটি সুযোগ তৈরি করে ইউনাইটেড, কিন্তু সাফল্য পায়নি তারা।
ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর আশা প্রায় শেষ হয়ে যায় দ্বিতীয়ার্ধের শুরুর দিকে। দুই মিনিটের ব্যবধানে আরও দুটি গোল হজম করে তারা।
৬১তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন জাস্টিন ক্লুইভার্ট। এই ডাচ ফরোয়ার্ড নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় বোর্নমাউথ। এর পরপরই সতীর্থের কাটব্যাক বক্সে ফাঁকায় পেয়ে জোরাল শটে স্কোরলাইন ৩-০ করেন ঘানার ফরোয়ার্ড সেমেনিও।
বাকি সময়ে ইউনাইটেড চেষ্টা করে গেছে, কয়েক দফায় প্রতিপক্ষের রক্ষণে ভাঙনও ধরাতে পারে তারা; কিন্তু ফিনিশিংয়ে আলো একবারও ছড়াতে পারেনি দলটি। স্পোর্তিংয়ে সুসময় কাটিয়ে আসা কোচ আমুরিকে ডাগআউটে কখনও দেখা গেল মাখা চুলকাতে, কখনও আবার হতাশায় সাইডলাইনের পাশে বসে পড়তে।
লিগে গত আসরেও ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল ইউনাইটেড। এবারের হারের দিনে সমর্থকদের থেকেই দুয়ো শুনতে হয় প্রতিযোগিতার সফলতম ক্লাবটিকে।
দলের এমন কঠিন সময়েও এই নিয়ে টানা তৃতীয় ম্যাচে মার্কাস র্যাশফোর্ডকে স্কোয়াডে রাখলেন না কোচ। তাতে এখানে ইংলিশ ফরোয়ার্ডের ভবিষ্যৎ আরও অনিশ্চতায় পড়ে গেল।
আরও পড়ুন: