স্প্যানিশ ফুটবল
ক্লাবকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের কড়া সমালোচনা করেছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা।
Published : 14 Jan 2025, 09:01 PM
দানি ওলমো ও পাউ ভিক্তরের নিবন্ধন নিয়ে লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে ক্লাবকে ‘অস্থিতিশীল’ করার চেষ্টার অভিযোগ করেছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। ক্লাবের ভেতর থেকে যারা তাকে পদত্যাগ করতে বলেছিল, তাদেরও কড়া সমালোচনা করেছেন তিনি।
গত গ্রীষ্মের দলবদলে ওলমো ও ভিক্তরকে দলে টানে বার্সেলোনা। লা লিগার ব্যয়ের সীমা বিবেচনায় শুধুমাত্র ২০২৪-২৫ মৌসুমের প্রথম ভাগের জন্য তাদের নিবন্ধন করাতে পেরেছিল কাতালান দলটি।
মৌসুমের বাকি সময়ে তাদের নিবন্ধনের জন্য ক্লাবটির আবেদন গত মাসে খারিজ করে দেয় বার্সেলোনার দুটি আদালত। তখন লিগ কর্তৃপক্ষ বলেছিল, প্রয়োজনীয় পূর্বশর্ত পূরণ করা হয়নি বলে এই সিদ্ধান্ত দিয়েছে আদালত।
পরে বার্সেলোনার আবেদন প্রত্যাখ্যান করে লা লিগা ও আরএফইএফ জানায়, ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম মেনে চলার প্রমাণ দেওয়ার সময়সীমা (৩১ ডিসেম্বর) মিস করেছে বার্সেলোনা, তাই ওলমো ও ভিক্তরের নিবন্ধন বাতিল করা হয়েছে।
যে খেলোয়াড়দের নিবন্ধন বাতিল করা হয়েছে, তাদের একই মৌসুমে দ্বিতীয়বারের জন্য নিবন্ধন করা যাবে না বলেও জানানো হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলে (সিএসডি) আপিল করে বার্সেলোনা। মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত গত সপ্তাহে ওলমো ও ভিক্তরকে অস্থায়ী নিবন্ধন দেয় সিএসডি।
মঙ্গলবার প্রায় দুই ঘন্টার দীর্ঘ সংবাদ সম্মেলনে লাপোর্তা দাবি করলেন, প্রয়োজনীয় সকল নথিপত্র সরবরাহ করেছে তারা, যা প্রমাণ করে যে তারা সময়মতো ওলমো ও ভিক্তরের নিবন্ধন বাড়ানোর অবস্থানে ছিল।
“ক্লাবের ভেতরে ও বাইরের অনেক লোক ক্লাবকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কাজ করছিল। তারা আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্লাবটিকে ধ্বংস করতে চায়। কিন্তু আমাদের কবর দেওয়ার জন্য তাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। ১২৫ বছরের ইতিহাসের একটি ক্লাবকে অস্থিতিশীল করতে চাইলে তাদের কঠোর পরিশ্রম করতে হবে।”
“লা লিগা ও ফেডারেশনের সিদ্ধান্তের জন্য আমি কখনই পদত্যাগ করতাম না। আমরা হাল ছাড়ি না, কিন্তু তারা ক্লাব, খেলোয়াড় ও ম্যানেজারকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। আমরা প্রতিক্রিয়া দেখিয়েছি, আমরা সুপার কাপ জিতেছি।”
ওলমো ও ভিক্তরকে অস্থায়ী নিবন্ধন দেওয়ার সিএসডির সিদ্ধান্তের সমালোচনা করে বিবৃতি দেওয়া আতলেতিকো মাদ্রিদ, ভালেন্সিয়া, এস্পানিওলকেও তোপ দাগলেন লাপোর্তা।
“আমার ভাবতে খারাপ লাগছে যে, এমন কিছু ক্লাব আছে যারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিষয়টি অপ্রাসঙ্গিক ছিল এবং আমাদের তা অবাক করেছে। তবে সবারই তাদের মতামত প্রকাশের অধিকার আছে। আমরা সেইসব ক্লাবের প্রতি কৃতজ্ঞ, যারা আমাদের বিরুদ্ধে অবস্থান নেয়নি।”