ইংলিশ ফুটবল
ক্লাবের পুনর্গঠনের গুরুত্বপূর্ণ অংশ হওয়ার নিশ্চয়তা পেয়েই এখানে থেকে যাওয়ার কথা বলেছেন পর্তুগিজ তারকা মিডফিল্ডার।
Published : 14 Mar 2025, 04:52 PM
ছন্দহীন ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে নতুন ঠিকানায় যোগ দেওয়ার সুযোগ এসেছিল ব্রুনো ফের্নান্দেসের সামনে। কিন্তু প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি ছাড়তে চাননি তিনি। তাই সেই প্রস্তাব ফিরিয়ে দেন পর্তুগিজ এই তারকা।
মাঠের পারফরম্যান্সে অনেক বছর ধরেই ধারাবাহিক হতে পারছে না ইউনাইটেড। চলতি মৌসুমেও তাদের যাচ্ছেতাই অবস্থা। এফএ কাপ ও লিগ কাপ থেকে আগেই বিদায় নিয়েছে দলটি। প্রিমিয়ার লিগের টেবিলে আছে ১৪তম স্থানে।
এবার কেবল একটি শিরোপা জয়ের সুযোগ আছে তাদের, ইউরোপ লিগ। এই প্রতিযোগিতায় শেষ ষোলোর দ্বিতীয় লেগে বৃহস্পতিবার রেয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ইউনাইটেড। হ্যাটট্রিক করেন ফের্নান্দেস।
দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ লিওঁ।
পথ হারিয়ে ফেরা ইউনাইটেডকে কক্ষপথে ফেরাতে পুনর্গঠনের পথ বেছে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সেই পথচলার গুরুত্বপূর্ণ অংশ হওয়ার নিশ্চয়তা পেয়েই ক্লাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন ফের্নান্দেস।
“আমি ক্লাবের (ইউনাইটেড) সঙ্গে বসেছিলাম, কারণ ক্লাব ছাড়ার প্রস্তাব পেয়েছিলাম। ক্লাব ছাড়ার বা এখানে থাকার সম্ভাবনা নিয়ে আমরা কথা বলেছিলাম।”
“তারা (ক্লাব কর্তৃপক্ষ) আমার কাছে যা চায়, সেটা জানিয়েছেন। আমি শুধু জানতে চেয়েছিলাম, তারা আমাকে ক্লাবের ভবিষ্যতের অংশ হিসেবে দেখে কি না। সে সময় আমি টেন হাগের সঙ্গেও কথা বলেছি। তিনি ও ক্লাব আমার সঙ্গে খুবই পরিষ্কার ছিল যে, তারা মনে করেছে আমি এই পুনর্গঠনের একটি বড় অংশ হব। আমিও ভেবেছিলাম, আমরা সফল হতে পারি।”
২০২০ সালে ইউনাইটেডে যোগ দেন ফের্নান্দেস। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭৬ ম্যাচ খেলে ৯৬ গোল করেছেন তিনি। অ্যাসিস্ট ৭৯টি।
চলতি মৌসুমেও ভালো করছেন ফের্নান্দেস। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ গোল করার পাশাপাশি অবদান রেখেছেন ১৩টিতে। মৌসুমে ইউনাইটেডের হয়ে ১০ গোলও করতে পারেননি কেউ।