স্বদেশের জাতীয় দলের দায়িত্ব না নেওয়ার কারণও জানালেন অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ।
Published : 15 Apr 2025, 05:02 PM
সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম মেয়াদে কার্লো আনচেলত্তির অভিজ্ঞতা ছিল অম্লমধুর। অভিষেক মৌসুমে আকাশছোঁয়া প্রাপ্তির পরের বছরই হারাতে হয়েছিল চাকরি। সেই তিক্ত অভিজ্ঞতার ছয় বছরের মাথায় আবার পুরোনো ঠিকানায় ফিরে আসেন তিনি। মাদ্রিদে ফেরার সেই গল্পই এবার শোনালেন এই অভিজ্ঞ কোচ।
সাফল্যে ভরা কোচিং ক্যারিয়ারে আনচেলত্তি সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন রেয়াল মাদ্রিদেই। ২০১৩ সালের জুনে দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই দুটি ট্রফি জয়ের স্বাদ পান তিনি; কোপা দেল রের পর চ্যাম্পিয়ন্স লিগে দীর্ঘ খরা কাটিয়ে প্রতীক্ষিত ‘লা দেসিমা’ (দশম শিরোপা) জয়ের উল্লাসে ভাসে তারা। পরের মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপ ও মৌসুমের মাঝামাঝি ক্লাব বিশ্বকাপ জয় করে দলটি।
কিন্তু, ওই মৌসুমে মূল তিন শিরোপা লা লিগা, চ্যাম্পিয়ন্স ও কোপা দেল রের একটিও জিততে না পারায় আনচেলত্তির সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত জানায় রেয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
এরপর কিছুদিন বিশ্রাম নিয়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন আনচেলত্তি। সেখান থেকে নাপোলি হয়ে এভারটনে পাড়ি জমান বর্ষীয়ান এই কোচ। প্রিমিয়ার লিগের ক্লাবটিতে থাকার সময়ই রেয়ালের সঙ্গে আবার যোগাযোগ শুরু হয় বলে জানান তিনি।
ইতালির পক্ষ থেকে প্রস্তাব ছিল তার; কিন্তু আনচেলত্তি বেছে নেন রেয়াল মাদ্রিদকে। সাংবাদিক আরমান্দো সেরোনির পডকাস্টে সেই সময়ের কথাই জানালেন তিনি।
“ইতালি জাতীয় দলের প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছিলাম, কারণ সত্যি বলতে মন থেকে সাড়া পাইনি… আমি আসলে প্রতিদিন মাঠে এসে অনুশীলনের প্রস্তুতি নিতে পছন্দ করি আর জাতীয় দলের দায়িত্বটা পার্ট-টাইম কাজের মতো লাগে, এতে আমার (ফুটবলের প্রতি) প্যাশনও কমে যায়। এটাই কারণ।”
“আসলে, আগের বছর আমি তাদেরকে (রেয়াল মাদ্রিদকে) ফোন করেছিলাম যে আমরা পেতে পারি এমন কোনো খেলোয়াড় তাদের হাতে আছে কিনা এবং এরপর এভারটন হামেস রদ্রিগেসকে চুক্তিভুক্ত করে। পরের বছর জানতে পারি যে, তারা একজন কোচ খুঁজছে এবং আলাপের সময় আমি তাদের বলি, তাদের ভালো একজন কোচ নেওয়া প্রয়োজন।”
তার ওই ‘ভালো কোচের’ পরামর্শ মেনে তাকেই বেছে নেয় রেয়াল মাদ্রিদ। এই মেয়াদেও প্রথম মৌসুমে দলটিকে আরও সাফল্য এনে দেন আনচেলত্তি; ২০২১-২২ মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগসহ কয়েকটি শিরোপা জেতে তারা। এক মৌসুম বাদে গত বছর আবারও লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের মুকুট পরে দলটি।
প্রিয় এই ঠিকানায় এখনও আছেন ৬৫ বছর বয়সী এই কোচ। চলতি মৌসুমে তিনটি বড় শিরোপা জয়ের অভিযানেও আছে তারা।