স্প্যানিশ ফুটবল
শিরোপা লড়াইয়ে টিকে থাকতে ভালো পারফরম্যান্সের চেয়ে জয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন রেয়াল মাদ্রিদ কোচ।
Published : 10 Mar 2025, 02:02 PM
রায়ো ভাইয়েকানোর বিপক্ষে দলের বিবর্ণ পারফরম্যান্স নিয়ে খুব একটা ভাবছেন না কার্লো আনচেলত্তি। লা লিগায় শিরোপা ধরে রাখতে জয়ই বেশি গুরুত্ব পাচ্ছে রেয়াল মাদ্রিদ কোচের কাছে।
ভাইয়েকানোর বিপক্ষে কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়রের গোলে শুরুটা দারুণ করে রেয়াল। পরে পেদ্রো দিয়াসের গোলে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় ভাইয়েকানো।
তাদের আক্রমণের জোয়ার সামাল দিয়ে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রেয়াল। তাই মাঠের লড়াই মন না ভরালেও রেয়াল কোচের কাছে এই অভিযান সফল।
স্পেনের শীর্ষ লিগে শীর্ষ তিন দলের মধ্যে পয়েন্টের ব্যবধান কেবল ১।
২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে বার্সেলোনা। ২৭ ম্যাচে রেয়ালের ৫৭, সমান ম্যাচে আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৬।
মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় দুই নম্বরে আছে রেয়াল। নিজেদের পরের ম্যাচে বার্সেলোনা জিতলে পয়েন্টেও পিছিয়ে পড়বে তারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বললেন, কেবল তিন পয়েন্ট পাওয়া নিয়েই ভাবছেন তিনি।
“অনুভূতি ভালো। কারণ, লক্ষ্য ছিল জয়। প্রথমার্ধ খুব ভালো ছিল। সেটা শেষ হতে পারত ৩-০ কিংবা আরও বড় ব্যবধানে। তবে আমরা কিছু সুযোগ হাতছাড়া করেছি এবং ওরা স্কোরলাইন ২-১ করে ফেলল, যা দ্বিতীয়ার্ধকে একটু বেশি জটিল করে ফেলে। যদিও আমরাও অনেক সুযোগ পেয়েছিলাম…।”
“যখন ৭৫তম মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে থাকবেন, তখন ঝামেলা এড়াতে চাইবেন এবং ভালোভাবে রক্ষণ সামলাতে চাইবেন। আমি বুঝতে পারছি মানুষ এটা পছন্দ করেনি। তবে এই কথা আমাদের বিবেচনায় রাখতে হবে যে, আমরা ব্যস্ত সূচির মুখোমুখি হয়েছি এবং চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রেতেও খেলছি।”
প্রতি ম্যাচে ৯০ মিনিট ধরে একই ছন্দে খেলে যেতে না পারার দায় ব্যস্ত সূচিকেই দিলেন রেয়াল কোচ। খেলোয়াড়দের ক্লান্তির পাশাপাশি চোট সমস্যাও মোকাবেলা করতে হচ্ছে তাকে।
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে আতলেতিকোর মুখোমুখি হবে রেয়াল। আনচেলত্তি আশাবাদী, সমস্যা কাটিয়ে এই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবেন গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার আন্টোনিও রুডিগার।
“থিবোর হালকা একটু সমস্যা আছে। তবে আমি মনে করি, বুধবারের ম্যাচের জন্য আগেই সে সেরে উঠবে। আশা করি, রুডিগার অসুস্থতা কাাটিয়ে ফিরতে পারবে। সে ফ্লুতে ভুগছে।”
“সূচি বিবেচনায় দল ভালো অবস্থায় আছে এবং খেলোয়াড়দের সতেজ মনে হচ্ছে। এখানে প্রথমার্ধে যেমন খেলেছি, যদি বুধবার সেটা করতে পারি তাহলে আমাদের পরের ধাপে যাওয়ার ভালো সম্ভাবনা থাকবে।”
প্রথম লেগে নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছে রেয়াল।