ইংলিশ ফুটবল
সমালোচনাকে ইতিবাচক হিসেবে দেখেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক।
Published : 17 Mar 2025, 05:33 PM
রয় কিনের মন্তব্যের পর পেরিয়ে গেছে অনেক দিন। অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়কের করা সমালোচনা নিয়ে মুখ খুলেছেন ব্রুনো ফের্নান্দেস। তার প্রতি সম্মান রেখে ইংলিশ ক্লাবটির বর্তমান অধিনায়ক বলেছেন, নিজের মতো করে কাজ করতে পছন্দ করেন তিনি।
গত মাসে একটি পডকাস্টে ফের্নান্দেসের ‘ওয়ার্ক রেট’ নিয়ে প্রশ্ন তোলেন রয় কিন। একই সঙ্গে আইরিশ গ্রেট বলেন, “প্রতিভা যথেষ্ট নয়! এটাকে কাজে লাগাতে হয়-ব্রুনো প্রতিভাবান একজন খেলোয়াড়, কিন্তু এটা যথেষ্ট নয়।”
মাঠের আচরণ নিয়ে মাঝেমধ্যেই সমালোচনার তিরে বিদ্ধ হতে হয় ফের্নান্দেসকে। অতীতে তিনি নিজেও স্বীকার করে নিয়েছিলেন, তার অঙ্গভঙ্গি ও নানা অভিযোগ সতীর্থ ও প্রতিপক্ষের খেলোয়াড়দের বিরক্তির কারণ।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার অবনমনের শঙ্কায় থাকা লেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলে জেতে ইউনাইটেড। গোল করে ও করিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন ফের্নান্দেস।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকাপে রয় কিনের পুরোনো সেই মন্তব্য নিয়ে কথা বলেন ফের্নান্দেস।
“আমি আমার মতো করে কাজ করি। অবশ্যই নিজের সম্পর্কে সমালোচনা শুনতে ভালো লাগে না, তবে একই সঙ্গে এটা অনুপ্রাণিত করে। আর এটা স্পষ্ট যে, মানুষ মনে করে অনেক কিছুতে উন্নতি করা দরকার। এসবকে ইতিবাচক হিসেবে নিতে হবে, মানুষ যা-ই বলুক না কেন, উন্নতি করার জায়গা আছে কি-না ভাবতে হবে।”
“রয় কিনের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। অবশ্যই আমি যা করি তা সবাই একইভাবে পছন্দ করবে না বা ভাববে না। আমি সবার মতামতকে সম্মান করি এবং রয় কিনের প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে এবং আমি স্বীকার করি যে, আমার খেলায়, নেতৃত্বের ক্ষেত্রে এবং জীবনে যা কিছু করি, সেখান উন্নতির অনেক জায়গা রয়েছে।”
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে ১৬ গোল ও ১৫ অ্যাসিস্ট করেছেন ফের্নান্দেস। ২৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ত্রয়োদশ স্থানে আছে তার নেতৃত্বাধীন দল।