ইংলিশ ফুটবল
জিম র্যাটক্লিফকে ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক যেন মনে করিয়ে দিলেন, সব খেলোয়াড়ের সঙ্গে ক্লাবের একটা চুক্তি আছে এবং চুক্তির সব শর্তে ক্লাবও সম্মত হয়েছে।
Published : 15 Mar 2025, 03:24 PM
ম্যানচেস্টার ইউনাইটেডের কয়েকজন খেলোয়াড়ের ‘মান যথেষ্ট ভালো নয়’ এবং কয়েকজনের ‘পারিশ্রমিক অতিরিক্ত’- কদিন আগে ক্লাবটির মালিকদের একজন জিম র্যাটক্লিফের করা এমন মন্তব্য একদমই ভালোভাবে নেননি অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস। পাল্টা জবাবে তিনি বলেছেন, এই খেলোয়াড়দের সঙ্গে চুক্তির সব শর্তে ক্লাব সমঝোতায় পৌঁছেছে।
বিবিসি স্পোর্টে গত সোমবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে র্যাটক্লিফ অবশ্য ফের্নান্দেসের ভূয়সী প্রশংসা করেন। তাকে ‘অসাধারণ ফুটবলার’ বলে ব্রিটিশ এই ধনকুবের বলেন, এই পর্তুগিজ মিডফিল্ডারকে ক্লাবের প্রয়োজন।
মালিকের থেকে এত প্রশংসা পেলেও সতীর্থদের বিষয়ে অমন মন্তব্য মানতে পারছেন না অধিনায়ক। ইউরোপা লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বৃহস্পতিবার রেয়াল সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেওয়ার ম্যাচে হ্যাটট্রিক করেন ফের্নান্দেস। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে জয়ের পর সতীর্থদের নিয়ে র্যাটক্লিফের ওই মন্তব্যে অসন্তোষ জানান তিনি।
“অবশ্যই এমন কিছু শুনতে ভালো লাগে না। আপনি যথেষ্ট ভালো (মানের খেলোয়াড়) নন অথবা আপনাকে বেশি বেতন দেওয়া হয় কিংবা এমন কিছু-এমন সমালোচনা যার বিষয়েই করা হোক না কেন, আমার মনে হয় না এসব কারো ভালো লাগবে।”
“এখানে ক্লাবের সঙ্গে সবারই চুক্তি আছে। যখন নির্দিষ্ট খেলোয়াড় এখানে এসেছে, অথবা নতুন চুক্তি হয়েছে, তখন তার সঙ্গে ওই চুক্তির বিষয়ে রাজি হয়েছে ক্লাব এবং এখন খেলোয়াড়ের দায়িত্ব নিজেকে প্রমাণ করার যে সে ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ।”
অনেক বছর ধরেই ইউনাইটেডের মাঠের পারফরম্যান্স যাচ্ছেতাই। চলতি মৌসুমে তা আরও বাজে হয়েছে। প্রিমিয়ার লিগে ২৮ রাউন্ডে মাত্র ৯টি ম্যাচ জিততে পেরেছে তারা; ৩৪ পয়েন্ট নিয়ে আছে ১৪ নম্বরে।
তবে ব্যক্তিগত পারফরম্যান্স বেশ উজ্জ্বল ফের্নান্দেসের। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭৬ ম্যাচ খেলে ৯৬ গোল করেছেন তিনি। অ্যাসিস্ট ৭৯টি।
চলতি মৌসুমেও ভালো করছেন ফের্নান্দেস। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ গোল করার পাশাপাশি অবদান রেখেছেন ১৩টিতে। মৌসুমে ইউনাইটেডের হয়ে ১০ গোলও করতে পারেননি কেউ।