স্প্যানিশ ফুটবল
রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বললেন, ব্রাজিলিয়ান তারকার কোনো চোট সমস্যা নেই, তিনি কিছুটা ক্লান্ত।
Published : 14 Mar 2025, 09:08 PM
রেয়াল মাদ্রিদের অনুশীলনে ভিনিসিউসের অনুপস্থিতিতে জাগল প্রশ্ন, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পুরো ম্যাচ না খেলা ফরোয়ার্ড কি কোনো চোটে ভুগছেন? সেই শঙ্কা উড়িয়ে দিয়ে কোচ কার্লো আনচেলত্তি বললেন, একদিন বাড়তি বিশ্রাম পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। পুরোপুরি সতেজ হয়ে খেলবেন ভিয়ারেয়ালের বিপক্ষে।
গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলে রেয়াল। অতিরিক্ত সময়ে গড়ানো লড়াইয়ে ১১৫তম মিনিটে মাঠ ছাড়েন ভিনিসিউস। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠে শিরোপাধারীরা।
লা লিগার ম্যাচে শনিবার ভিয়ারেয়ালের মাঠে খেলবে রেয়াল। এর আগের দিন অনুশীলন করেননি ভিনিসিউস। তাতেই জাগে নানা প্রশ্ন। তবে সংবাদ সম্মেলনে আনচেলত্তি নিশ্চিত করলেন, তেমন কোনো সমস্যা নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
“আমরা তাকে বিশ্রামের জন্য একদিন বাড়তি সময় দিয়েছি। কারণ, সে এখনও ভীষণ ক্লান্ত। আগামীকাল (শনিবার) তাকে পাওয়া যাবে। আর পূর্ণ শক্তি নিয়ে সে আমাদের সাহায্য করতে পারবে। তার কোনো সমস্যা নেই, স্রেফ একটু ক্লান্ত।”
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয়ার্ধের পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ভিনিসিউস। এর বাইরেও সেদিন নিজের ছায়া হয়েই ছিলেন তিনি। ফিফা বর্ষসেরা খেলোয়াড় কেন এখন বড় ম্যাচগুলোতে আগের মতো করে ব্যবধান গড়ে দিতে পারছেন না, এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের পাশেই দাঁড়ালেন আনচেলত্তি।
“আমাদের জন্য, আমার জন্য ভিনিসিউস একজন তর্কাতীত খেলোয়াড়। তার হয়তো কোনো ম্যাচ ভালো বা খারাপ কাটতে পারে কিন্তু আমি কোনো তর্কে যাব না।”
“এমনকি যদি সে কখনও কখনও ভালো না-ও খেলে, এমনকি যদি সে ব্যর্থ হয়. সে এই ক্লাবের জন্য খুব গুরুত্বপূর্ণ থাকবে, এ নিয়ে আমি কোনো তর্ক করতে পারি না।”
লা লিগার এবারের আসরে হুট করে যেন ভুগছে রেয়াল। সবশেষ ছয় ম্যাচের মধ্যে জিতেছে কেবল দুটিতে। ৫৭ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ভিয়ারেয়াল আছে পাঁচে। তাদের বিপক্ষে ম্যাচ নিয়ে সাবধানী রেয়াল কোচ।
“আমাদের (শনিবার) বাড়তি প্রচেষ্টার প্রয়োজন হবে। আমরা সতেজ অনুভব করছি না, কারণ এর জন্য যে সময় প্রয়োজন সেটা আমাদের নেই। কিন্তু মাঠে আমরা অন্য ব্যাপারগুলো নিয়ে আসতে পারি, মান, ভালো মনোভাব, বুদ্ধিমত্তার সঙ্গে খেলা… জেতার জন্য উপায় কেবল একটিই নয়। অনেক উপায় আছে, উদাহারণ হিসেবে বলা যায় ভালোভাবে রক্ষণ সামলানো।”