চ্যাম্পিয়ন্স লিগ
রেয়াল মাদ্রিদের এই অভাবনীয় সাফল্যে ভাগ্য ও ভিএআরের অবদানও কম নয়।
Published : 13 Mar 2025, 03:56 PM
টাইব্রেকারের আগে দলের কোনো কিছুই ঠিকঠাক হয়নি, ১২০ মিনিটের লড়াইয়ে এক অচেনা রেয়াল মাদ্রিদের দেখা মিলল। তবে শত ভোগান্তির মাঝেও ‘শেষের আগে শেষ নয়’ মন্ত্রে বিশ্বাস রেখে লড়াই পেনাল্টি শুটআউটে টেনে নেওয়ার পর ভাগ্যকে পাশে পায় দলটি, স্নায়ুচাপের পরীক্ষায়ও জিতে যায় তারা। আতলেতিকো মাদ্রিদের মাঠে এমন কঠিন বৈতরণী পার হয়ে দলের বিজয়ী মানসিকতাকে কৃতিত্ব দিলেন জুড বেলিংহ্যাম।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের আঙিনায় ২-১ গোলে জিতে চালকের আসনে ছিল রেযাল। কিন্তু ওয়ান্দা মেত্রোপলিতানোয় বুধবার রাতে ম্যাচ শুরু হতেই তাদের এগিয়ে থাকার স্বস্তি উবে যায়, ২৮ সেকেন্ডে কনর গ্যালাঘারের গোলে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন হয়ে যায় ২-২। নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত ৩০ মিনিটেও কেউ পারেনি ব্যবধান গড়ে দিতে।
এরপর শুরু হয় টাইব্রেকার এবং জন্ম নেয় নতুন বিতর্কের। দুই দলের প্রথম দুটি শট জালে জড়ালেও হুলিয়ান আলভারেসের কিকের পরপরই রেফারির দৃষ্টি আকর্ষণ করেন রেয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। পরে ভিএআরে সাহায্যে ডান পায়ে শট নেওয়ার আগমুহূর্তে আলভারেসের অন্য পা বলে স্পর্শ করায় বাতিল হয়ে যায় গোলটি।
তাতে লিড পেয়ে যায় রেয়াল এবং শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় পাওয়ায় টিকে থাকে তাদের মুকুট ধরে রাখার সম্ভাবনা। টাইব্রেকারে রেয়ালের যে চারটি শট ঠিকানা খুঁজে পায়, তার একটি করেন বেলিংহ্যাম। প্রতিপক্ষের মাঠে পুরোটা সময় কোণঠাসা থেকেও মনোবল ধরে রাখা এবং জয়ের হাসি হাসতে পারা, এসব এই দলের দৃঢ় ও বিজয়ী মানসিকতার কারণেই সম্ভব হয়েছে বলে মনে করেন এই ইংলিশ মিডফিল্ডার।
“(মাঠে কঠিন সময়ে) কখনও কখনও এমন কিছুরই প্রয়োজন পড়ে, ওইসব মুহূর্তে মাথা ঠাণ্ডা রেখে আত্মবিশ্বাস ধরে রাখতে হয়। আমাদের খেলার এমন ধরন সবসময় খারাপ কিছু নয়।”
“এই ম্যাচে আসার সময় আমাদের মানসিকতায় কিছু পরিবর্তন আসে, আমরা জানি যে লড়াই জেতার নির্দিষ্ট কিছু উপায় আছে। আর সেগুলোয় আমরা দারুণ পারদর্শী। ম্যাচের পরিস্থিতি আমরা খুব ভালো বুঝি এবং আজ রাতের সেটার আরেকটি প্রমাণ মিলল।”
এই দুই নগরপ্রতিদ্বন্দ্বীর লড়াই সবসময়ই বাড়তি উত্তেজনা ছড়ায়। এদিনও তার প্রমাণ মিলল ঢের। শুরুর বাঁশি আগে থেকে ভেসে আসা গর্জন চলল শেষ পর্যন্ত, মাঝে অনেকবার এর ধরন পাল্টাল কেবল। শেষে গিয়ে মেত্রোপলিতানোকে স্তব্ধ করে দিয়ে উৎসবে মেতে উঠল রেয়াল মাদ্রিদ।
বেলিংহ্যামের কণ্ঠেও ঝরল এই ‘অনেক বড় জয়ের’ উচ্ছ্বাস।
“সত্যিই অনেক খুশি। আমাদের জন্য এটা অনেক বড় একটা জয়। এই মঞ্চে এগিয়ে যাওয়াটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা কাদের বিপক্ষে খেললাম, এই নামের কারণেই জয়টা সমর্থকদের কাছে অনেক বড় কিছু।”
সামনে এবার কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ে। সেমি-ফাইনালের উঠতে রেয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ইংলিশ ক্লাব আর্সেনালের, যারা পিএসভি আইন্দহোভেনকে দুই লেগ মিলিয়ে ৯-৩ গোলে হারিয়েছে।