নীলফামারীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

দুই দিন আগে রাতে ওই কিশোরীকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2023, 02:44 PM
Updated : 14 Nov 2023, 02:44 PM

নীলফামারী সদরে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের হরতকীতলা ঘোনপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক মো. তানভিরুল ইসলাম।

গ্রেপ্তার তপন চন্দ্র রায় (২৮) ওই এলাকার বিরেন চন্দ্র রায়ের ছেলে। মঙ্গলবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বরাতে পরিদর্শক তানভিরুল বলেন, “পূর্ব পরিচয়ের সূত্র ধরে পলাশবাড়ি ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী ১৮ বছর বয়সি ওই কিশোরীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন একই এলাকার তপন চন্দ্র। এই সুবাদে ওই কিশোরীর হাতে প্রায় টাকা দিতেন তপন।

“এক পর্যায়ে ১২ নভেম্বর রাতে ৯টার দিকে ওই কিশোরীকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে নির্মাণাধীন একটি ভবনের বাথরুমে নিয়ে ধর্ষণ করেন তপন। বাড়ি ফিরে ওই কিশোরী ঘটনাটি তার পরিবারকে জানান।”

ঘটনার পরদিন ওই কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় তপনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে রাত ১১টার দিকে তপনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে আসামিকে জ্যেষ্ঠ বিচারকি হাকিম সহদেব চন্দ্র রায়ের আদালতে তোলা হয়। সেখানে আসামি ১৬৪ ধারায় ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

নীলফামারী সদর জেনারেল হাসপাতালে ধর্ষণের শিকার ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান পরিদর্শক তানভিরুল।