কিশোরগঞ্জের ভৈরব প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জামান বাচ্চু ও সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহসহ ২৯ সাধারণ সদস্যকে অবৈধ ঘোষণার আদেশ চেয়ে আদালতে মামলা হয়েছে।
দৈনিক যুগান্তর ও যমুনা টিভির ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক বাদী হয়ে বুধবার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন।
মামলাটি আমলে নিয়ে বিচারক মাহমুদা আক্তার বিবাদীদের আদালতে হাজির হয়ে অভিযোগের জবাব দেওয়ার আদেশ দিয়েছেন।
মামলায় সম্প্রতি অনুষ্ঠিত ভৈরব প্রেসক্লাব নির্বাচনে উক্ত ২৯ জনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও ভোটদানকে সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থি উল্লেখ করে অবৈধ ঘোষণার আবেদন জানান হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী আলাউদ্দিন আহমেদ জানান, বাদী তার লিখিত আরজিতে প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জামান বাচ্চু ও সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহসহ পাঁচজন সাংবাদিক সদস্যকে গঠনতন্ত্র অনুযায়ী বেআইনি ও অসাংবাদিক দাবি করে প্রতিকার চেয়েছেন।
“একই সঙ্গে ২৪ জন অসাংবাদিক সদস্য প্রজাতন্ত্রের কর্মচারী হওয়ায় চাকরি বিধিমালা মোতাবেক প্রেসক্লাবের সদস্যপদ লাভ করা ও নির্বাচনে ভোট দেওয়ার আইনগত সুযোগ নেই। তাই সদস্য হওয়ারও সুযোগ নেই বলে অবৈধ ঘোষণার আবেদন জানিয়েছেন।”
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ভৈরব প্রেসক্লাবের কার্যকরী কমিটির ১৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমানে ভৈরব প্রেসক্লাবের মোট ভোটার সংখ্যা ২২৫। ২২৫ ভোটারের মধ্যে এই ২৯ জন রয়েছেন।