‘বিএনপির নেতাকর্মীরা ট্রেন থেকে নামার পর নিজেদের মধ্যে কথা কাটাকাটি এবং সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে তারা স্টেশনের গ্লাস ভাঙচুর করে।’
Published : 22 Oct 2022, 02:04 PM
খুলনা রেলস্টেশনে দরজার গ্লাস ভাঙচুর এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনার পর পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। সেখানে কিছুক্ষণ এ পরিস্থিতি থাকে। এরপর বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থলের দিকে রওনা দেয়।
এ সব তথ্য জানিয়ে খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন,
বিএনপির নেতাকর্মীরা ট্রেন থেকে নামার পর নিজেদের মধ্যে কথা কাটাকাটি এবং সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে তারা স্টেশনের গ্লাস ভাঙচুর করে। এ সময় পুলিশকে খবর দিলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে।
বেলা ১২টার দিকে রেলস্টেশনে গিয়ে দেখা যায়, বিপুল সংখ্যক পুলিশ সেখানে অবস্থান নিয়েছেন। আর স্টেশনের উল্টো পাশের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন বলেন, সমাবেশে আগতরা রেলস্টেশনে অপেক্ষা করছিলো। সেখানে ডিউটি পুলিশ তাদের এলাকা ত্যাগ করতে বললে তারা পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ায়। পরে পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।