যেভাবে ধরা হল প্রাণঘাতী সেই হাতিকে

ট্রাংকুলাইজার ব্যবহার করে প্রথমে আটক করার ২০ মিনিট পর হাতিটি শিকল ছিঁড়ে চলে যায়।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 03:32 PM
Updated : 9 Nov 2023, 03:32 PM

রাজশাহীর তানোরের আটক করা হয়েছে দুইজনের প্রাণ কেড়ে নেওয়া সেই হাতিটিকে।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ঢাকা থেকে আসা উদ্ধারকারী দল চেতনানাশক ট্রাংকুলাইজার ব্যবহার করে হাতিটিকে অচেতন করে আটক করে।

এর আগে বেলা ১টার দিকে চেতনানাশক ট্রাংকুলাইজার ব্যবহার করে প্রথমে আটক করা হয়। কিন্তু ২০ মিনিট পর হাতিটি শিকল ছিঁড়ে চলে যায়।

দুই ঘণ্টা পর দ্বিতীয় দফায় চেতনানাশক দিয়ে আবার আটক করা হয় হাতিটিকে। পরে মালিকের কাছে হাতিটিকে হস্তান্তর করা হয় বলে রাজশাহী বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান।

এদিকে, হাতিটির আক্রমণে দুইজন নিহত হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী হাতিটিকে ধরার পর নির্বিচারে ঢিল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ তিনজনকে আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

বুধবার সকালে হাতিটির পায়ে পিষ্ট হয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের লক্ষ্মীপুর গ্রামের কিশোর মোবাশ্বির (১৩) মারা যায়।

পরে হাতিটি পালিয়ে রাজশাহীর তানোরে চলে আসে। সেখানে হাতির পায়ে পিষ্ট হয়ে রামাপদ মুণ্ডা (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়। রামাপদ উপজেলার জুমারপাড়া গ্রামের ললিত মুণ্ডার ছেলে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন বলেন, আটক তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। হাতিটির মালিকের বাড়ি বগুড়ার মহাস্থানগড় এলাকায়। মালিকের পক্ষে সাকিল হোসেন হাতিটি বুঝে নিয়েছেন।

Also Read: সেই ‘পাগলা’ হাতি রাজশাহীতেও পিষে মারল একজনকে

Also Read: চাঁপাইনবাবগঞ্জে সার্কাসের হাতির আক্রমণে শিশুর মৃত্যু