হাতিটিকে ধরার জন্য রাজশাহী বনবিভাগকে খবর দেওয়া হয়েছে বলে জানান ওসি।
Published : 08 Nov 2023, 03:05 PM
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় হাতির আক্রমণে এক শিশু নিহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টায় উপজেলার লক্ষ্মীপুর-মানিককড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান।
নিহত মো. মুফাসসির (১২) ওই গ্রামের বুলবুল হোসেনের ছেলে।
ওসি মিন্টু রহমান বলেন, সার্কাসের একটি হাতির আক্রমণে মুফাসসির গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হাতিটিকে ধরার জন্য রাজশাহী বনবিভাগকে খবর দেওয়া হয়েছে বলে জানান ওসি।