সেই ‘পাগলা’ হাতি রাজশাহীতেও পিষে মারল একজনকে

সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এবং বিকালে রাজশাহীর তানোরে হাতিটির আক্রমণে দুজনের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2023, 04:20 PM
Updated : 8 Nov 2023, 04:20 PM

চাঁপাইনবাবগঞ্জে এক শিশুকে পিষে মারার পর সেই হাতিটিই রাজশাহীতে এসে এক ব্যক্তির জীবন নিয়েছে।   

বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার লক্ষ্মীপুর-মানিককড়া গ্রামে হাতিটির আক্রমণে মোফাসসির নামে এক শিশু নিহত হয়। 

পরে বিকালে হাতিটি চলে আসে রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়নের ধামধুম এলাকায়। সেখানেই এক ব্যক্তিকে আছড়ে মেরে ফেলে হাতিটি। 

নিহত রামপদ মুণ্ডা উপজেলার জুমারপাড়া গ্রামের বাসিন্দা। 

একজনের নিহতের খবর জানিয়ে রাজশাহীর তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, হাতিটি বাধাইড় ইউনিয়নের ধামধুম এলাকায় রয়েছে। তাকে এখনও ধরা সম্ভব হয়নি। 

Also Read: চাঁপাইনবাবগঞ্জে সার্কাসের হাতির আক্রমণে শিশুর মৃত্যু

“পাগলা হাতিটি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রসাশন, পুলিশ, ফায়ার সার্ভিস ও বনবিভাগের কর্মকর্তারা কাজ করছেন। বৃহস্পতিবার সকালে হাতি উদ্ধার করতে বনবিভাগের প্রশিক্ষিত লোকজন আসবেন। 

ওসি আরও বলেন, রাতে যেন স্থানীয় লোকজন বাড়ির বাইরে না বের হয় সেজন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে জুমারপাড়া এলাকায় মাইকিং করা হচ্ছে। 

পুলিশ জানায়, কয়েকদিন ধরে দুটি হাতি নাচোল এলাকায় অবস্থান করে গ্রামে গ্রামে চাঁদা তুলে বেড়াচ্ছিল। সকাল থেকে হাতি দুটি অস্বাভাবিক আচরণ শুরু করে। মাহুতের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন লোকজন একটিকে আটক করতে পারলেও অপরটি ঘুরতে থাকে। দুটি হাতির মাউথকে নাচোল থানা পুলিশ আটক করে।