কাপ্তাইয়ে ‘অজ্ঞাত বস্তু’র বিস্ফোরণে বাবা ও ছেলে নিহত

পুলিশ বলছে, ঈসমাইল কিছু লৌহজাত পুরনো পণ্য সংগ্রহ করেছিলেন, তার একটির বিস্ফোরণ ঘটেছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2023, 05:30 PM
Updated : 8 Jan 2023, 05:30 PM

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিস্ফোরণে বাবা ও ছেলে নিহত হয়েছে; আহত হয়েছেন গৃহবধূ।

রোববার সন্ধ্যায় উপজেলার নতুন বাজার বাদশা মিয়ার টিলা এলাকায় এ ঘটনা ঘটে বলে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান।

নিহতরা হলেন- ওই এলাকার বাসিন্দা ঈসমাইল মিয়া (৪৫) এবং তার ছেলে মো. রিফাত (৭)।

ঈসমাইল মিয়ার স্ত্রী আহত সখিনা বেগমকে (৩৫) গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব বলেন, “আমরা একটি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি, ঈসমাইল কিছু লৌহজাত পুরনো পণ্য সংগ্রহ করে বাসায় এনেছিলেন বিক্রির জন্য। সেখানেই থাকা কোনো একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে।

“প্রাথমিক পর্যবেক্ষণে সেখানে বিস্ফোরফ জাতীয় কিছুর উপস্থিতির প্রমাণ মিলছে। তবে বিস্ফোরক বিশেষজ্ঞ না আসা অবধি সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারব না।”

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান বলেন, “প্রাথমিকভাবে গ্যাস বিস্ফোরণ বলে মনে হলেও পরে জেনেছি, অন্য কোনোকিছুর বিস্ফোরণ হয়েছে। সেটা কী, বিশেষজ্ঞরা আসার পর জানা যাবে।”

কাপ্তাই থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, “ঠিক কেন বা কিসে থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে একটি তদন্ত টিম আসছে, তারা আসার পর পরীক্ষা করে বিস্তারিত বলা যাবে।”

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ওমর ফারুক রনি বলেন, “এই বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলেকে হাসাপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। এ ছাড়া দগ্ধ গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।”